মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৪
সলাত অধ্যায়
সালাতের সময়সমূহ
১৪. সায়্যার ইবনে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও আমার পিতা রাসূলুল্লাহ ﷺ এর সাহাবী আবূ বারযা আসলামী (রা)-এর নিকট গেলাম। রাসূলুল্লাহ ﷺ কিভাবে (কোন সময়) ফরয সালাত আদায় করতেন সে বিষয়ে আমার পিতা তাঁর নিকট জানতে চাইলেন। তিনি বললেন: যুহরের সালাত যাকে তোমরা প্রথম সালাত (যুহর) বল, সূর্য ঢলে পড়ার পর তিনি তা আদায় করতেন। আসরের সালাত তিনি এমন সময় পড়তেন যে সালাতের পর আমাদের কেউ মদীনার শেষ প্রান্তে তার বাড়ীতে ফিরে যেত অথচ সূর্য তখনো পরিষ্কার থাকত। বর্ণনাকারী বলেন, মাগরিবের সালাত সম্পর্কে তিনি কি বলেছেন তা আমি ভুলে গেছি। বর্ণনকারী সাহাবী বলেন, ইশার সালাত যাকে তোমরা 'আতামা' বল তা তিনি দেরী করে আদায় করতে পসন্দ করতেন এবং এ সালাত আদায়ের পূর্বে নিদ্রা যাওয়া কিংবা পরে কথা বলা অপসন্দ করতেন। ফজরের সালাত তিনি এমন সময় শেষ করতেন যখন কেউ তার কাছে বসা ব্যক্তিকে চিনতে পারত এবং ফজরের সালাতে ষাট থেকে একশ' আয়াত পাঠ করতেন। (বুখারী)
کتاب الصلوٰۃ
عَنْ سَيَّارِ بْنِ سَلاَمَةَ ، قَالَ : دَخَلْتُ أَنَا وَأَبِي عَلَى أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ ، فَقَالَ لَهُ أَبِي : كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي المَكْتُوبَةَ؟ فَقَالَ : « كَانَ يُصَلِّي الهَجِيرَ ، الَّتِي تَدْعُونَهَا الأُولَى ، حِينَ تَدْحَضُ الشَّمْسُ ، وَيُصَلِّي العَصْرَ ، ثُمَّ يَرْجِعُ أَحَدُنَا إِلَى رَحْلِهِ فِي أَقْصَى المَدِينَةِ ، وَالشَّمْسُ حَيَّةٌ - وَنَسِيتُ مَا قَالَ فِي المَغْرِبِ - وَكَانَ يَسْتَحِبُّ أَنْ يُؤَخِّرَ العِشَاءَ ، الَّتِي تَدْعُونَهَا العَتَمَةَ ، وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا ، وَالحَدِيثَ بَعْدَهَا ، وَكَانَ يَنْفَتِلُ مِنْ صَلاَةِ الغَدَاةِ حِينَ يَعْرِفُ الرَّجُلُ جَلِيسَهُ ، وَيَقْرَأُ بِالسِّتِّينَ إِلَى المِائَةِ » (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

আবু বারযা আসলামী (রা) রাসূলুল্লাহ ﷺ-এর মাগরিবের সালাতের সময় সম্পর্কে বলেছেন তা আলোচ্য হাদীসের বর্ণনাকারী হযরত সায়্যার ইবনে সালমা (রা) বলতে ভুলে গেছেন। অন্য হাদীস সূত্রে জানা যায় যে রাসূলুল্লাহ ﷺ সূর্যাস্তের পর প্রথম ওয়াক্তেই মাগরিবের সালাত আদায় করতেন। তবে কখনো কখনো বিশেষ কোন অবস্থা হলে বিলম্বে মাগরিবের সালাত আদায় করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান