মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১১
সলাত অধ্যায়
হতভাগ্যদের জন্য আফসোস
রাসূলুল্লাহ ﷺ কর্তৃক সালাতের প্রতি এত অনুপ্রেরণা ও ভয় প্রদর্শনমূলক অসংখ্য বাণী প্রদানের পরও যারা সালাত সম্পর্কে উদাসীন ও বেপরোয়া তারা প্রকারান্তরে আল্লাহর রহমত ও অনুগহ থেকে বঞ্চিত এবং তারা তাদের আখিরাতকে ধ্বংস করে দেয়। যেমন আল্লাহর বাণী: وَمَا ظَلَمَهُمُ اللَّهُ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ "আল্লাহ্ তাদের প্রতি কোন যুলুম করেন নি বরং তারাই নিজেদের প্রতি যুলুম করে।" (৩, সূরা আলে ইমরান: ১১৭)

সালাত সর্বাধিক প্রিয় আমল
১১. হযরত ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: কোন্ কাজ আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়, সে বিষয় আমি নবী কারীম ﷺ এর কাছে জানতে চাইলাম। তিনি বললেন: যথাসময়ে সালাত আদায় করা। আমি বললাম, এরপর কোনটি? তিনি বললেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। আমি বললাম এরপর কোনটি? তিনি বললেন: আল্লাহর পথে জিহাদ করা। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ بْنِ مَسْعُودٍ ، قَالَ : سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ : « الصَّلَاةُ لِوَقْتِهَا » قَالَ : قُلْتُ ثُمَّ أَيٌّ؟ قَالَ : « بِرُّ الْوَالِدَيْنِ » قَالَ : قُلْتُ : ثُمَّ أَيٌّ؟ قَالَ : « الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ এ হাদীসে পিতামাতার সাথে সদ্ব্যবহার ও আল্লাহর পথে জিহাদ করাকে উত্তম কাজ বলার সাথে সাথে সালাতকে সর্বাধিক প্রিয় কাজ বলে আখ্যায়িত করেছেন। নিঃসন্দেহে একথা প্রণিধানযোগ্য যে, এসবের মধ্যে সালাতের স্থান সর্বোচ্চ। উল্লেখ্য, "সালাতের হাকীকত" নামক রিসালার এই অধমের সবিস্তার বিবরণ দিয়েছে। কাজেই তা দেখে নেয়া যেতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান