মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১০
সলাত অধ্যায়
সালাতের বিনিময়ে জান্নাত ও মাগফিরাতের অঙ্গীকার
১০. হযরত যায়িদ ইবনে খালিদ জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি নির্ভুলভাবে দুই রাক'আত সালাত আদায় করবে আল্লাহ তার পূর্ববর্তী পাশারাশি (সগীরা গুনাহসমূহ) ক্ষমা করে দিবেন। (আহমাদ)
کتاب الصلوٰۃ
عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ صَلَّى سَجْدَتَيْنِ ، لَا يَسْهُو فِيهِمَا ، غَفَرَ اللهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ " (رواه احمد)
হাদীসের ব্যাখ্যা:
কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ ﷺ শিক্ষা অনুযায়ী উযূ করে পূর্ণ একাগ্রতার সাথে দুই রাক'আত সালাত আদায় করে, তবে তার মূল্য আল্লাহর নিকট এতটুকু যে, সে অবশ্যই জান্নাত লাভ করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)