মা'আরিফুল হাদীস

তাহারাত (পবিত্রতা) অধ্যায়

হাদীস নং: ৬৯
তাহারাত (পবিত্রতা) অধ্যায়
তায়াম্মুমের বিধান
৬৯. হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: পবিত্র মাটি মুসলমানের জন্য পবিত্রকারী যদিও সে দশ বছর পানি না পায়। যখন পানি পাবে সে যেন তার শরীরে তা (অর্থাৎ উযূ গোসল করে) এটাই তার জন্য উত্তম। (আহমাদ, তিরমিযী ও আবূ দাউদ)
کتاب الطہارت
عَنْ أَبِي ذَرٍّ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : "إِنَّ الصَّعِيدَ الطَّيِّبَ ، وَضُوءُ الْمُسْلِمِ ، وَإِنْ لَمْ يَجِدِ الْمَاءَ عَشْرَ سِنِينَ ، فَإِذَا وَجَدَهُ فَلْيُمِسَّهُ بَشَرَهُ ، فَإِنَّ ذَلِكَ هُوَ خَيْرٌ " (رواه احمد والترمذى وابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায় যে, কোন ব্যক্তি যদি দশ বছর ধরে উযূ অথবা গোসলের জন্য পানি না পায় তার জন্য তায়াম্মুই যথেষ্ট। তবে পানি পাওয়া গেলে তা দ্বারাই গোসল অথবা উযূ করে নেয়া জরুরী হবে।

জ্ঞাতব্য: প্রায় সারা উম্মাত এ ব্যাপারে একমত যে ব্যক্তির উপর গোসল ফরয কিন্তু পানি না পাওয়া কিংবা রোগগ্রস্ত হয় তবে সে গোসলের পরিবর্তে তায়াম্মুম করবে। তারপর পানি পাওয়া গেলে অথবা রোগ নিরাময় হয়ে গেলে তার উপর গোসল করা ওয়াজিব হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান