মা'আরিফুল হাদীস
তাহারাত (পবিত্রতা) অধ্যায়
হাদীস নং: ৭০
তাহারাত (পবিত্রতা) অধ্যায়
তায়াম্মুমের বিধান
৭০. হযরত আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা দুই ব্যক্তি সফরে বের হলেন। পথিমধ্যে সালাতের সময় হল, কিন্তু তাঁদের নিকট পানি ছিল না। সুতরাং তাঁরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে সালাত আদায় করে নিলেন। এরপর তাঁরা সালাতের সময়ের মধ্যেই পানি পেলেন। তাঁদের একজন উযূ করে সালাত আদায় করলেন এবং অপরজন পুনঃসালাত আদায় করলেন না। তারপর উভয়ে রাসূলুল্লাহ ﷺ এর নিকট এলেন এবং তাঁর কাছে ঘটনাটি অবহিত করলেন। যে ব্যক্তি পুনঃ সালাত আদায় করেন নি তাঁকে রাসূলুল্লাহ ﷺ বললেন: তুমি সঠিক পদ্ধতি অবলম্বন করেছ এবং তোমার সেই সালাতই তোমার জন্য যথেষ্ট (বিধি মতে এরূপ অবস্থায় তায়াম্মুমসহ সালাত আদায় যথেষ্ট ওয়াক্তের মধ্যে পানি পেলেও দ্বিতীয়বার সালাত আদায় করতে হয়না) পক্ষান্তরে যে ব্যক্তি উযূ করে পুনঃ সালাত আদায় করেছিলেন তিনি তাঁকে বললেন: তোমার জন্য রয়েছে দ্বিগুণ পুরস্কার (কেননা তোমার দ্বিতীয় বারের সালাত বদল বলে গণ্য হবে) (আবু দাউদ ও দারিমী)।
کتاب الطہارت
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : خَرَجَ رَجُلَانِ فِي سَفَرٍ ، فَحَضَرَتْهُمَا الصَّلَاةُ ، وَلَيْسَ مَعَهُمَا مَاءٌ ، فَتَيَمَّمَا صَعِيدًا طَيِّبًا ، فَصَلَّيَا ، ثُمَّ وَجَدَا الْمَاءَ بَعْدُ فِي الْوَقْتِ ، فَأَعَادَ أَحَدُهُمَا الصَّلَاةَ بِوُضُوءٍ ، وَلَمْ يُعِدِ الْآخَرُ ثُمَّ أَتَيَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَا ذَلِكَ ، فَقَالَ لِلَّذِي لَمْ يُعِدْ : « أَصَبْتَ السُّنَّةَ وَأَجْزَأتْكَ صَلَاتُكَ » . وَقَالَ لِلَّذِي تَوَضَّأَ وَأَعَادَ « لَكَ الْأَجْرُ مَرَّتَيْنِ » (رواه ابوداؤد والدارمى)