মা'আরিফুল হাদীস
পবিত্রতা অধ্যায়
হাদীস নং: ৬১
পবিত্রতা অধ্যায়
অপবিত্র ব্যক্তির গোসল পদ্ধতি ও আদব
৬১. হযরত ইয়ালা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ এক ব্যক্তিকে (বিবস্ত্র) অবস্থায় উন্মুক্ত স্থানে গোসল করতে দেখে মিম্বারে উঠে দাঁড়ান। প্রথমে আল্লাহর প্রশংসা ও গুণগান বর্ণনা করেন। অতঃপর তিনি বলেন, আল্লাহ্ তা'আলা সর্বাধিক লজ্জাশীল ও লজ্জানিবারক। তিনি লজ্জাশীলতা ও পর্দা করাকে ভালবাসেন। সুতরাং কেউ গোসল করতে চাইলে যেন পর্দা করে নেয় (লোকের সামনে যেন বিবস্ত্র না হয়)। (আবু দাউদ ও নাসায়ী)
کتاب الطہارت
عَنْ يَعْلَى قَالَ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَغْتَسِلُ بِالْبَرَازِ ، فَصَعِدَ الْمِنْبَرَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ : « إِنَّ اللَّهَ حَيِيٌّ سِتِّيرٌ يُحِبُّ الْحَيَاءَ وَالسَّتْرَ فَإِذَا اغْتَسَلَ أَحَدُكُمْ فَلْيَسْتَتِرْ » (رواه ابوداؤد والنسائى)