মা'আরিফুল হাদীস
তাহারাত (পবিত্রতা) অধ্যায়
হাদীস নং: ৬০
তাহারাত (পবিত্রতা) অধ্যায়
অপবিত্র ব্যক্তির গোসল পদ্ধতি ও আদব
৬০. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমার খালা মায়মুনা (রা) আমার নিকট বর্ণনা করেছেন যে, আমি একবার রাসূলুল্লাহ ﷺ কে নাপাকীর গোসলের জন্য পানি এগিয়ে দিলাম। তিনি তাঁর উভয় হাতের কব্জী পর্যন্ত দু'বার অথবা তিনবার ধুইলেন। তারপর উভয় হাত পাত্রের মধ্যে ঢুকালেন। এরপর লজ্জাস্থানে পানি ঢেলে দিলেন এবং বাম হাত দিয়ে তা ধুলেন। তারপর বাম হাত মাটিতে ভাল করে ঘষলেন। এরপর সালাতের উযূর ন্যায় উযূ করলেন। তারপর তাঁর সারা শরীর ধুয়ে ফেললেন। তারপর সে স্থান থেকে একটু সরে তিনি দু'পা ধুয়ে নিলেন। তারপর আমি তাঁকে রুমাল দিলাম। কিন্তু তিনি তা ফেরত দিলেন। (বুখারী ও মুসলিম কিন্তু শব্দমালা মুসলিমের)
کتاب الطہارت
عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : حَدَّثَتْنِي خَالَتِي مَيْمُونَةُ ، قَالَتْ : « أَدْنَيْتُ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلَهُ مِنَ الْجَنَابَةِ ، فَغَسَلَ كَفَّيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ ، ثُمَّ أَفْرَغَ بِهِ عَلَى فَرْجِهِ ، وَغَسَلَهُ بِشِمَالِهِ ، ثُمَّ ضَرَبَ بِشِمَالِهِ الْأَرْضَ ، فَدَلَكَهَا دَلْكًا شَدِيدًا ، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ ، ثُمَّ أَفْرَغَ عَلَى رَأْسِهِ ثَلَاثَ حَفَنَاتٍ مِلْءَ كَفِّهِ ، ثُمَّ غَسَلَ سَائِرَ جَسَدِهِ ، ثُمَّ تَنَحَّى عَنْ مَقَامِهِ ذَلِكَ ، فَغَسَلَ رِجْلَيْهِ ، ثُمَّ أَتَيْتُهُ بِالْمِنْدِيلِ فَرَدَّهُ » (رواه البخارى ومسلم وهذا لفظ مسلم)
হাদীসের ব্যাখ্যা:
উপরোক্ত হাদীস থেকে রাসূলুল্লাহ ﷺ এর গোসল পদ্ধতির বিস্তারিত বিবরণ জানা গেল। অর্থাৎ তিনি নাপাকীর গোসল করার প্রাক্কালে প্রথমে দু' হাত দু'বার অথবা তিনবার ধুয়ে নিতেন (কেননা হাতের দ্বারা দেহের সর্বত্র পানি প্রবাহিত করা হয়।) তারপর তিনি লজ্জাস্থান বামহাত দিয়ে ধুয়ে নিতেন এবং ডানহাতে পানি ঢাললেন। এরপর বামহাত মাটিতে ভাল করে ঘষে পানি দিয়ে আবার ধুয়ে নিতেন। পরে উযূ করে নিতেন। (উযূর প্রথমে তিনবার কুলি করে নিতেন। নাকে পানি দিয়ে ভাল করে পরিষ্কার করে নিতেন। অতঃপর চুলের গোড়া খিলাল করতেন এবং সর্বত্র পানি পৌঁছাতেন। তারপর অতীব যত্নের সাথে মাথার চুল ধুয়ে নিতেন এবং মাথার চুলের মূলে পানি পৌঁছাবার চেষ্টা করতেন। এরপর সারা দেহে পানি প্রবাহিত করতেন। এরপর গোসলের স্থান থেকে একটু সরে পা ধুয়ে নিতেন। বলাবাহুল্য, এ-ই হচ্ছে গোসলের সর্বোৎকৃষ্ট পদ্ধতি। গোসলের স্থান থেকে একটু সরে তিনি সম্ভবত এ জন্য পা ধুয়ে থাকবেন যে, গোসলের স্থান সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)