মা'আরিফুল হাদীস

তাহারাত (পবিত্রতা) অধ্যায়

হাদীস নং: ৫৯
তাহারাত (পবিত্রতা) অধ্যায়
অপবিত্র ব্যক্তির গোসল পদ্ধতি ও আদব
৫৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ যখন নাপাকীর গোসল করতেন তখন এভাবে শুরু করতেনঃ প্রথমে দু'হাত কব্জী পর্যন্ত ধুতেন, তারপর বাম হাত দিয়ে লজ্জাস্থান ধুতেন এবং ডান হাত দিয়ে পানি ঢালতেন। তারপর সালাতের উযূর ন্যায় উযূ করে নিতেন। এরপর আঙ্গুলগুলো পানিতে ডুবাতেন এবং তা দ্বারা চুলের গোড়া খিলাল করতেন যখন অনুভব করতেন যে সর্বত্র পানি পৌঁছে গিয়েছে তখন মাথার উপর তিন আঁজলা পানি ঢেলে দিতেন। এরপর সর্বাঙ্গে পানি ঢেলে দিতেন। তারপর দু'পা ধুয়ে নিতেন। (বুখারী ও মুসলিম, তবে শব্দমালা মুসলিমের)
کتاب الطہارت
عَنْ عَائِشَةَ ، قَالَتْ : « كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ يَبْدَأُ فَيَغْسِلُ يَدَيْهِ. ثُمَّ يُفْرِغُ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ فَيَغْسِلُ فَرْجَهُ. ثُمَّ يَتَوَضَّأُ وُضُوءَهُ لِلصَّلَاةِ. ثُمَّ يَأْخُذُ الْمَاءَ فَيُدْخِلُ أَصَابِعَهُ فِي أُصُولِ الشَّعْرِ. حَتَّى إِذَا رَأَى أَنْ قَدْ اسْتَبْرَأَ حَفَنَ عَلَى رَأْسِهِ ثَلَاثَ حَفَنَاتٍ. ثُمَّ أَفَاضَ عَلَى سَائِرِ جَسَدِهِ. ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ » (رواه البخارى ومسلم واللفظ لمسلم)

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীস থেকে রাসূলুল্লাহ ﷺ এর গোসল পদ্ধতির বিস্তারিত বিবরণ জানা গেল। অর্থাৎ তিনি নাপাকীর গোসল করার প্রাক্কালে প্রথমে দু' হাত দু'বার অথবা তিনবার ধুয়ে নিতেন (কেননা হাতের দ্বারা দেহের সর্বত্র পানি প্রবাহিত করা হয়।) তারপর তিনি লজ্জাস্থান বামহাত দিয়ে ধুয়ে নিতেন এবং ডানহাতে পানি ঢাললেন। এরপর বামহাত মাটিতে ভাল করে ঘষে পানি দিয়ে আবার ধুয়ে নিতেন। পরে উযূ করে নিতেন। (উযূর প্রথমে তিনবার কুলি করে নিতেন। নাকে পানি দিয়ে ভাল করে পরিষ্কার করে নিতেন। অতঃপর চুলের গোড়া খিলাল করতেন এবং সর্বত্র পানি পৌঁছাতেন। তারপর অতীব যত্নের সাথে মাথার চুল ধুয়ে নিতেন এবং মাথার চুলের মূলে পানি পৌঁছাবার চেষ্টা করতেন। এরপর সারা দেহে পানি প্রবাহিত করতেন। এরপর গোসলের স্থান থেকে একটু সরে পা ধুয়ে নিতেন। বলাবাহুল্য, এ-ই হচ্ছে গোসলের সর্বোৎকৃষ্ট পদ্ধতি। গোসলের স্থান থেকে একটু সরে তিনি সম্ভবত এ জন্য পা ধুয়ে থাকবেন যে, গোসলের স্থান সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান