মা'আরিফুল হাদীস

তাহারাত (পবিত্রতা) অধ্যায়

হাদীস নং: ৫২
তাহারাত (পবিত্রতা) অধ্যায়
উযূতে নিষ্প্রয়োজনে অতিরিক্ত পানি ব্যবহার অনুচিত
৫২. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর ইবনুল আ'স (রা) থেকে বর্ণিত যে, একদিন নবী কারীম ﷺ সা'দ (রা) এর নিকট দিয়ে যাচ্ছিলেন আর সা'দ (রা) তখন উযূ করছিলেন। তিনি তাঁকে বললেনঃ হে সা'দ! এরূপ অপচয় করছ কেন? তিনি (সা'দ) বললেন: উযূতেও কি অপচয় আছে? তিনি বললেন: অবশ্যই আছে, যদিও তুমি প্রবহমান নদীর তীরে অবস্থান করে থাক। (আহমাদ ও ইব্নে মাজাহ)
کتاب الطہارت
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاص ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِسَعْدٍ وَهُوَ يَتَوَضَّأُ ، فَقَالَ : " مَا هَذَا السَّرَفُ يَا سَعْدُ؟ " قَالَ : أَفِي الْوُضُوءِ سَرَفٌ؟ قَالَ : " نَعَمْ ، وَإِنْ كُنْتَ عَلَى نَهْرٍ جَارٍ ". (رواه احمد وابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে একথা পরিষ্কার বুঝা যাচ্ছে যে, পানি ব্যবহারে যাতে অপচয় না হয় সেদিকে খেয়াল রাখা উযূর নিয়ম-কানুনের অন্যতম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান