মা'আরিফুল হাদীস

পবিত্রতা অধ্যায়

হাদীস নং: ৫৩
পবিত্রতা অধ্যায়
উযূর পর তোয়ালে বা রুমাল ব্যবহার করা
৫৩. হযরত মু'আয ইবনে জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: আমি রাসূলুল্লাহ ﷺ কে দেখেছি যে, তিনি উযূ করে তাঁর একটি কাপড়ের কিনারা দিয়ে মুখমণ্ডল মুছে ফেলতেন। (তিরমিযী)
کتاب الطہارت
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا تَوَضَّأَ مَسَحَ وَجْهَهُ بِطَرَفِ ثَوْبِهِ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ উযূ করার পর কাপড়ের এক অংশ স্বীয় চেহারা মুবারক মুছে নিতেন। ইমাম তিরমিযী (র) আয়েশা (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, উযূ শেষে উযূর অঙ্গসমূহ মুছে ফেলার জন্য রাসূলুল্লাহ ﷺ একটি আলাদা কাপড় রাখতেন এবং প্রয়োজনে তা ব্যবহার করতেন। কোন কোন সাহাবী থেকে কাপড় কিংবা রুমাল রাখার বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। বর্ণনাসমূহ থেকে বুঝা যায় যে, এ উদ্দেশ্যে তিনি একটি রুমালের মত আলাদা কাপড় এবং কখনো কখনো তিনি নিজ কাপড়ের এক কিনারা কাজটি সম্পাদন করতেন। আল্লাহ্ তা'আলা সর্বজ্ঞ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান