মা'আরিফুল হাদীস
পবিত্রতা অধ্যায়
হাদীস নং: ৩৩
পবিত্রতা অধ্যায়
সালাতের জন্য উযূর নির্দেশ
৩৩. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: পবিত্রতা ব্যতীত সালাত কবুল হয়না এবং হারাম উপায়ে অর্জিত মালের সাদাকাও কবুল হয়না। (মুসলিম)
کتاب الطہارت
عَنِ ابْنَ عُمَرَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ » . (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে طهور (তুহূর) দ্বারা উযূ বুঝানো হয়েছে। এ হাদীসও হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে উপরে বর্ণিত হাদীসের মর্ম একই, উপরের বর্ণিত হাদীসদ্বয়ের মধ্যে পার্থক্য কেবল শব্দগত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)