মা'আরিফুল হাদীস
পবিত্রতা অধ্যায়
হাদীস নং: ২৯
পবিত্রতা অধ্যায়
মিস্ওয়াক করা আম্বিয়ায়ে কিরামের সুন্নাত ও প্রকৃতির দাবি
২৯. হযরত আবূ আইউব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: চারটি কাজ আম্বিয়া কিরামের সুন্নাতের অন্তর্ভুক্ত। যথাঃ-১. লজ্জাশীলতা, ২. সুগন্ধি ব্যবহার করা, ৩. মিস্ওয়াক করা এবং ৪. বিয়ে করা। (তিরমিযী)
کتاب الطہارت
عَنْ أَبِي أَيُّوبَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ : الحَيَاءُ ، وَالتَّعَطُّرُ ، وَالسِّوَاكُ ، وَالنِّكَاحُ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ ﷺ এ হাদীসে বলেন: চারটি কাজ আম্বিয়া কিরামের সুন্নাত ও সহজাত কাজের অন্তর্ভুক্ত। তাই তিনি নিজে উম্মাতকে এ বিষয়ে প্রভাবময়ী ও কার্যকর অনুপ্রেরণা দান করেছেন। ১. লজ্জাশীলতা- এ বিষয়ে আমি কিতাবুল আখলাকে সবিস্তার আলোচনা করেছি ২. বিয়ে-শাদী- ইনশাআল্লাহ্ কিতাবুন নিকাহে বিস্তারিত আলোচনা করব, ৩. সুগন্ধি- সুগন্ধি মাত্রই মানুষের কাছে প্রিয় এবং মানুষের আধ্যাত্মিক এবং ফিরিশতাসুলভ স্বভাবের অনিবার্য দাবি। এর দ্বারা আত্মা ও অন্তর বিশেষ সজীবতা লাভ করে, ইবাদতে প্রেরণা যোগায় এবং আল্লাহর অপরাপর বান্দাদেরকেও প্রশান্তি দান করে। এজন্যে সকল আম্বিয়া কিরাম এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছে এসব কাজ এত বেশী প্রিয়, সুন্নাত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)