মা'আরিফুল হাদীস
পবিত্রতা অধ্যায়
হাদীস নং: ২৩
পবিত্রতা অধ্যায়
মিসওয়াকের গুরুত্ব ও ফযীলত
পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ যে সব বিষয়ের উপর সবিশেষ গুরুত্বারোপ করেছেন তন্মধ্যে মিস্ওয়াক অন্যতম। এক হাদীসে তিনি এমনও বলেছেন: সকল সালাতের পূর্বে মিস্ওয়াক করা যদি আমি আমার উম্মাতের উপর কষ্টকর মনে না কারতাম, তাহলে প্রত্যেক সালাতের পূর্বে মিস্ওয়াক করা অপরিহার্য ঘোষণা করতাম। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মিস্ওয়াক করায় যে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায় তা বর্তমানে অল্প-বিস্তার সকলেই জানেন। কিন্তু ধর্মীয় দিক থেকে এর প্রকৃত গুরুত্ব হচ্ছে এই যে, মিস্ওয়াক আল্লাহকে সন্তুষ্ট করার সর্বাধিক কার্যকর মাধ্যম। এ সংক্ষিপ্ত ভূমিকার পর মিস্ওয়াকের প্রতি অনুপ্রেরণা ও গুরুত্বারোপ সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ এর কতিপয় হাদীস পাঠ করে নেয়া যেতে পারে।
পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ যে সব বিষয়ের উপর সবিশেষ গুরুত্বারোপ করেছেন তন্মধ্যে মিস্ওয়াক অন্যতম। এক হাদীসে তিনি এমনও বলেছেন: সকল সালাতের পূর্বে মিস্ওয়াক করা যদি আমি আমার উম্মাতের উপর কষ্টকর মনে না কারতাম, তাহলে প্রত্যেক সালাতের পূর্বে মিস্ওয়াক করা অপরিহার্য ঘোষণা করতাম। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মিস্ওয়াক করায় যে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায় তা বর্তমানে অল্প-বিস্তার সকলেই জানেন। কিন্তু ধর্মীয় দিক থেকে এর প্রকৃত গুরুত্ব হচ্ছে এই যে, মিস্ওয়াক আল্লাহকে সন্তুষ্ট করার সর্বাধিক কার্যকর মাধ্যম। এ সংক্ষিপ্ত ভূমিকার পর মিস্ওয়াকের প্রতি অনুপ্রেরণা ও গুরুত্বারোপ সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ এর কতিপয় হাদীস পাঠ করে নেয়া যেতে পারে।
২৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: মিস্ওয়াক হল মুখ পরিষ্কারকারী এবং আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম। (শাফিঈ, আহমাদ, দারিমী, নাসায়ী; বুখারী সনদহীন সূত্রে)
کتاب الطہارت
عَنْ عَائِشَةَ قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ ، مَرْضَاةٌ لِلرَّبِّ " (رواه الشافعى واحمد والدارمى والنسائى وروى البخارى فى صحيحه بلا اسناد)
হাদীসের ব্যাখ্যা:
কোন বস্তুর সৌন্দর্যের দু'টি দিক হতে পারে। একটি হল, দুনিয়াতে উপকারী এবং সাধারণ মানুষের কাছে পসন্দনীয় হওয়া এবং অপরটি হল, আল্লাহর কাছে প্রিয় সাব্যস্ত হওয়া এবং আখিরাতে সাওয়াব প্রাপ্তির মাধ্যম হওয়া। রাসূলুল্লাহ ﷺ এ হাদীসে উভয়বিধ উপকারিতার প্রতি দিক নির্দেশ করেছেন। কারণ মিস্ওয়াক করায় মুখ পরিষ্কার হয়, দুর্গন্ধ বিদূরিত হয়ে ক্ষতিকর বস্তু বেরিয়ে যায়- এ হ'ল দুনিয়ায় নগদ উপকারিতা। আর দ্বিতীয় উপকারিতা হল আখিরাতে, যা স্থায়ী ও অধিক উপকারী। তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন যা মুক্তির বিশেষ মাধ্যম বিবেচিত হতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)