মা'আরিফুল হাদীস
পবিত্রতা অধ্যায়
হাদীস নং: ২২
পবিত্রতা অধ্যায়
অসম্পূর্ণ উযূর অশুভ প্রভাব
২২. শুবায়ব ইবনে আবু রাওহ্ (র) সূত্রে রাসূলুল্লাহ ﷺ এর জনৈক সাহাবা থেকে বর্ণিত যে, একবার রাসূলুল্লাহ ﷺ ফজরের সালাত আদায় করেন। তারপর তিনি তাতে সূরা রূম পাঠ করেন। কিন্তু কিরা'আতে বিভ্রাট হয়ে যায়। সালাত আদায় শেষে তিনি মুসল্লীদের উদ্দেশ্যে বললেন: লোকদের কী হলো তারা আমাদের সাথে সালাত আদায় করছে অথচ উত্তমরূপে উযূ করেনি। ঐসকল লোকই আমাদের কিরা'আতে বিভ্রাট সৃষ্টি করে। (নাসায়ী)
کتاب الطہارت
عَنْ شَبِيبٍ أَبِي رَوْحٍ ، عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى صَلَاةَ الصُّبْحِ ، فَقَرَأَ الرُّومَ فَالْتَبَسَ عَلَيْهِ ، فَلَمَّا صَلَّى قَالَ : « مَا بَالُ أَقْوَامٍ يُصَلُّونَ مَعَنَا لَا يُحْسِنُونَ الطُّهُورَ ، فَإِنَّمَا يَلْبِسُ عَلَيْنَا الْقُرْآنَ أُولَئِكَ » (رواه النسائى)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা পরিষ্কার বুঝা যাচ্ছে যে, উযূবিহীন অবস্থা কিংবা উত্তমরূপে উযূ না করার প্রতিক্রিয়া অপরাপর উযূকারীদের উপর কিভাবে প্রভাব বিস্তার করে। এর ফলে কিরা'আতে বিভ্রাট সৃষ্টি হয়। রাসূলুল্লাহ ﷺ-এর উপর অপূর্ণ উযূর প্রভাব এত কার্যকর হয় তবে আমাদের ন্যায়সাধারণ লোকদের উপর তার অশুভ প্রভাব কী হবে তা সহজেই অনুমেয়। কিন্তু আমাদের অন্তরে মরিচার স্তর জমাট হয়ে যাওয়ায় এর অশুভ প্রতিক্রিয়া আমাদের অনুভূত হয় না। এ হাদীস থেকে এ কথা পরিষ্কার হয়ে উঠে যে, মানুষের অন্তরের উপর পাশের লোকের ভালমন্দ অবস্থার প্রভাব পড়ে। সূফী আউলিয়াগণ এ বিষয়ে সঠিক জ্ঞান রাখেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)