মা'আরিফুল হাদীস

তাহারাত (পবিত্রতা) অধ্যায়

হাদীস নং: ১৪
তাহারাত (পবিত্রতা) অধ্যায়
পায়খানা থেকে বেরিয়ে আসার পর দু'আ
১৪. হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী কারীম ﷺ পায়খানা থেকে বের হওয়ার সময় বলতেন: الْحَمْدُ لِلَّهِ ‌الَّذِي ‌أَذْهَبَ ‌عَنِّي ‌الْأَذَى ، وَعَافَانِي "মহান আল্লাহর জন্যই সকল প্রশংসা, যিনি আমার থেকে কষ্টদায়ক অপবিত্রতা দূর করলেন এবং আমাকে নিরাপদ রাখলেন।" (সুনানে নাসায়ী)
کتاب الطہارت
عَنْ أَبِىْ ذَرٍّ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا خَرَجَ مِنَ الْخَلَاءِ ، قَالَ : « الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الْأَذَى وَعَافَانِي » (رواه النسائى)

হাদীসের ব্যাখ্যা:

পূর্বে উল্লিখিত আয়েশা (রা) বর্ণিত হাদীস থেকে জানা যায় যে, নবী কারীম ﷺ পায়খানা থেকে বের হয়ে কেবল غفرانك (হে আল্লাহ্! তুমি আমাকে ক্ষমা কর) পাঠ করতেন। পক্ষান্তরে আবূ যার (রা) সূত্রে আলোচ্য হাদীস থেকে দ্বিতীয় দু'আ টি জানা যায়। উভয় দু'আই পরিবেশ ও অবস্থার উপযোগী। সুতরাং বলা চলে, কখনো তিনি পূর্বোক্ত দু'আ আবার কখনো আলোচ্য হাদীসে বর্ণিত দু'আ পাঠ করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান