মা'আরিফুল হাদীস
তাহারাত (পবিত্রতা) অধ্যায়
হাদীস নং: ৯
তাহারাত (পবিত্রতা) অধ্যায়
পেশাব পায়খানার সংক্রান্ত দিক নির্দেশনা
৯. হযরত আবূ মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদিন আমি নবী কারীম ﷺ এর সাথে ছিলাম। তিনি পেশাব করতে একটি দেয়ালের গোড়ায় নরম নিচু জায়গায় চলে গেলেন এবং অতঃপর পেশাব করলেন। এরপর বললেনঃ তোমাদের কেউ পেশাব করতে চাইলে সে যেন উপযুক্ত জায়গা খুঁজে নেয়। (আবূ দাউদ)
کتاب الطہارت
عَنْ أَبِي مُوسَى قَالَ كُنْتُ مَعَ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَأَرَادَ أَنْ يَبُولَ ، فَأَتَى دَمِثًا فِي أَصْلِ جِدَارٍ فَبَالَ ، ثُمَّ قَالَ : صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَبُولَ فَلْيَرْتَدْ لِبَوْلِهِ مَوْضِعًا » (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
পেশাব পায়খানার কাজ সম্পাদনের জন্য এমন জায়গা খুঁজে নেয়া উচিত যেখানে পর্দা রক্ষিত হয়, যেখানে পেশাবের ছিটা গায়ে না পড়ে এবং দিক সনাক্ত করার ক্ষেত্রে বিভ্রাট না ঘটে।
আল্লাহর অগণিত রহমত ঐ মহান নবীর উপর বর্ষিত হোক যিনি তাঁর উম্মাতকে পেশাব পায়খানার শিষ্টাচারও শিক্ষা দিয়েছেন।
আল্লাহর অগণিত রহমত ঐ মহান নবীর উপর বর্ষিত হোক যিনি তাঁর উম্মাতকে পেশাব পায়খানার শিষ্টাচারও শিক্ষা দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)