মা'আরিফুল হাদীস

পবিত্রতা অধ্যায়

হাদীস নং:
পবিত্রতা অধ্যায়
পেশাব পায়খানার সংক্রান্ত দিক নির্দেশনা
৮. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ পেশাব-পায়খানা করতে চাইলে এমন স্থানে চলে যেতেন যাতে কেউ তাঁকে দেখতে না পায়। (আবূ দাউদ)
کتاب الطہارت
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ، « أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ الْبَرَازَ انْطَلَقَ ، حَتَّى لَا يَرَاهُ أَحَدٌ » (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ্ তা'আলা মানব স্বভাবে লজ্জা শরম, শরাফত ও ভদ্রতার যে গুণাবলী দান করেছেন তার অনিবার্য দাবি হচ্ছে, কারো যদি প্রকৃতির কাজ সেরে নিতে হয়, তবে সে যেন লোক চক্ষুর আড়ালে যায়, চাই তাকে দীর্ঘপথ অতিক্রম করতে হোক না কেন। এটাই ছিল রাসূলুল্লাহ ﷺ-এর আমল এবং তাঁর মহান শিক্ষা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান