মা'আরিফুল হাদীস

পবিত্রতা অধ্যায়

হাদীস নং:
পবিত্রতা অধ্যায়
পেশাব পায়খানার সংক্রান্ত দিক নির্দেশনা
৬. হযরত আবূ আইউব, জাবির ও আনাস (রা) থেকে বর্ণিত। তাঁরা বলেন: কু'বার মসজিদ সম্পর্কে যখন নিম্নোক্ত আয়াত নাযিল হয়:

فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ

"সেখানে এমন লোকও আছে যারা পবিত্রতা অর্জন ভালবাসে এবং আল্লাহ্ পবিত্রতা অর্জনকারীদের পসন্দ করেন" (১০, সূরা তাওবা: ১০৮)

তখন রাসূলুল্লাহ ﷺ বললেনঃ হে আনসারগণ! এ আয়াত দ্বারা আল্লাহ্ তোমাদের পবিত্রতার প্রশংসা করেছেন। তোমাদের সে পবিত্রতা কি? তাঁরা বললেন: আমরা সালাতের জন্য উযূ এবং অপবিত্র অবস্থা থেকে পবিত্রতা অর্জনের লক্ষ্যে গোসল এবং পানি দ্বারা ইস্তিঞ্জা করে থাকি অর্থাৎ ঢিলা ব্যবহারের পর পানিও ব্যবহার করে থাকি। তিনি বললেন: কারণ এটাই। সুতরাং তোমরা অবশ্যই সর্বদা একাজ করবে। (ইবনে মাজাহ)
کتاب الطہارت
عَنْ أَبِىْ أَيُّوبَ ، وَجَابِرُ ، وَأَنَسُ ، أَنَّ هَذِهِ الْآيَةَ نَزَلَتْ {فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ} قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « يَا مَعْشَرَ الْأَنْصَارِ ، إِنَّ اللَّهَ قَدْ أَثْنَى عَلَيْكُمْ فِي الطُّهُورِ ، فَمَا طُهُورُكُمْ؟ » قَالُوا : نَتَوَضَّأُ لِلصَّلَاةِ ، وَنَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ ، وَنَسْتَنْجِي بِالْمَاءِ. قَالَ : « فَهُوَ ذَاكَ ، فَعَلَيْكُمُوهُ » (رواه ابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

আরবের বেশির ভাগ লোক কেবল ঢিলা ও পাথর কনা দ্বারা ইস্তিঞ্জা করাকেই যথেষ্ট মনে করত। আলী (রা) থেকে বর্ণিত যে, আরবরা সাদাসিধে খাবার খেত এবং তাদের যথেষ্ট শক্তি থাকায় তাদের পায়খানা উটের বিষ্ঠার ন্যায় শুকনা হতো, এজন্য ইস্তিঞ্জার কাজে তাদের পানি প্রয়োজন হতো না। তারা কেবল পাথর কনা দিয়ে ইস্তিঞ্জা করাকে যথেষ্ট মনে করত। কিন্তু আনসারগণ ইস্তিঞ্জার কাজে পাথর কনা ব্যবহারের পর পানিও ব্যবহার করতেন। তাঁদের এহেন পবিত্রতা অর্জনের প্রশংসা করে কুরআনে আয়াত অবতীর্ণ হয়েছে এবং রাসূলুল্লাহ ﷺ তাঁদেরকে একাজ অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন। বলাবাহুল্য, স্বয়ং রাসূলুল্লাহ ﷺ-এর আমলও ঠিক এরূপই ছিল। কুরআন মাজীদ এবং নবী কারীম ﷺ -এর বাণী ও আমল মুসলিম উম্মাতকে, এ দিক নির্দেশনা দেয় যে, কারো শুকনা পায়খানা হওয়ায় তা পরিষ্কার করার ক্ষেত্রে ঢিলা কিংবা পাথর কনা যদি যথেষ্ট মনে করা হলেও পানি দ্বারা ইস্তিঞ্জা করে নেয়া এবং মাটিতে হাত ঘষে নেয়া উচিত। কারণ এটাই প্রশংসনীয় পরিচ্ছন্নতার দাবি এবং আল্লাহর নিকট পসন্দনীয় পদ্ধতি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান