মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ২৬০
আখলাক অধ্যায়
লোক দেখানো ইবাদত ও কুরআন অধ্যয়নের ফল
২৬০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমরা দুঃখের কূপ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল। দুঃখের কূপ কি? বললেন: এটা জাহান্নামের এক উপত্যকা যা থেকে জাহান্নাম প্রত্যেক দিন চারশতবার আশ্রয় প্রার্থনা করে। তাঁকে জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রাসূল। কারা তাতে প্রবেশ করবে? তিনি বললেন: যারা লোক দেখানোর জন্য ইবাদত করে বা কুরআন অধ্যয়ন করে। (তিরমিযী)
کتاب الاخلاق
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ جُبِّ الْحُزْنِ » قَالُوا : يَا رَسُولَ اللَّهِ ، وَمَا جُبُّ الْحُزْنِ؟ قَالَ : « وَادٍ فِي جَهَنَّمَ ، يُتَعَوَّذُ مِنْهُ جَهَنَّمُ كُلَّ يَوْمٍ أَرْبَعَمِائَةِ مَرَّةٍ » ، قِيْلَ : يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَدْخُلُهَا؟ قَالَ « الْقُرَّاءُ الْمُرَاؤُنَ بِأَعْمَالِهِمْ . (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
কোন ইবাদত করা বা কুরআন অধ্যয়ন করা খুবই পুণ্যের কাজ। কিন্তু যারা মানুষের প্রশংসা লাভের জন্য কুরআন অধ্যয়ন করে, তিলাওয়াত করে বা অন্য কোন ইবাদত করে, তাদেরকে আখিরাতের যিন্দেগীতে জাহান্নামের সব চেয়ে নিকৃষ্টতম এবং ভয়ঙ্কর স্থানে নিক্ষেপ করা হবে। জঘন্য পাপের জঘন্য শাস্তি। এই হাদীসে নবী করীম ﷺ এ কথার প্রতিই ইঙ্গিত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)