মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ২৪৯
আখলাক অধ্যায়
একটি বিস্ময়কর ঘটনা
২৪৯. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি তার পরিবারের নিকট গেল। যখন সে তাদের অভাব-অনটনে দেখল, বের হয়ে জঙ্গলের দিকে চলে গেল। তার স্ত্রী তা দেখে চাক্কীর নিকট দাঁড়াল, চাক্কীকে কাজে লাগানোর জন্য প্রস্তুত করল, তন্দুরের মধ্যে আগুন ধরাল এবং দু'আ করল: আল্লাহুম্মারযুকনা-হে আল্লাহ আমাদেরকে রিযক দিন। অতঃপর সে দেখল চাক্কী আটায় ভয়ে গেছে। তন্দুরের কাছে গিয়ে দেখল তন্দুর রুটিতে ভরে গেছে। বর্ণনাকারী বলেন, অতঃপর তার স্বামী ফিরে আসল এবং বলল, আমার যাওয়ার পর কি তুমি কিছু পেয়েছ? তার স্ত্রী বলল, হ্যাঁ। আমাদের রব্বের পক্ষ থেকে। লোকটি তা দেখার জন্য উঠে দাঁড়াল। (কোন ব্যক্তি) নবী করীম ﷺ-এর নিকট তা বর্ণনা করল। নবী করীম ﷺ বললেন: মনে রাখ, যদি সে তা না উঠাত, তাহলে চাক্কী কিয়ামত পর্যন্ত চালু থাকত। (আহমদ)
کتاب الاخلاق
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : دَخَلَ رَجُلٌ عَلَى أَهْلِهِ ، فَلَمَّا رَأَى مَا بِهِمْ مِنَ الْحَاجَةِ ، خَرَجَ إِلَى الْبَرِيَّةِ ، فَلَمَّا رَأَتِ امْرَأَتُهُ قَامَتْ إِلَى الرَّحَى ، فَوَضَعَتْهَا ، وَإِلَى التَّنُّورِ فَسَجَرَتْهُ ، ثُمَّ قَالَتْ : اللَّهُمَّ ارْزُقْنَا فَنَظَرَتْ فَإِذَا الْجَفْنَةُ قَدِ امْتَلَأَتْ . قَالَ : وَذَهَبَتْ إِلَى التَّنُّورِ فَوَجَدَتْهُ مُمْتَلِئًا . قَالَ : فَرَجَعَ الزَّوْجُ ، قَالَ : أَصَبْتُمْ بَعْدِي شَيْئًا؟ قَالَتِ امْرَأَتُهُ : نَعَمْ مِنْ رَبِّنَا . وَقَامَ إِلَى الرَّحَى . فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : « أَمَا أَنَّهُ لَوْ لَمْ يَرْفَعْهَا ، لَمْ تَزَلْ تَدُورُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ » (رواه احمد)

হাদীসের ব্যাখ্যা:

বান্দাকে রিযক দান করা আল্লাহর যিম্মাদারী। রিযক অর্জন করার জন্য সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করা, এ ব্যাপারে আল্লাহর সাহায্য প্রার্থনা করা, তাঁর কুদরত ও এখতিয়ারের উপর পুরোপুরি আস্থা স্থাপন করা বান্দার কর্তব্য। শুধু চেষ্টা-সাধনা করা বা শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে ঘরের মধ্যে বসে থাকা এবং কোন প্রচেষ্টা ছাড়া আল্লাহ রিযকের ব্যবস্থ্য করবেন, এরূপ ধারণা করা খুবই ত্রুটিপূর্ণ আমল। যে নেক যিন্দেগী যাপন করে, হালাল উপায়ে রিযক লাভ করতে চেষ্টা করে, রিযক লাভে বিলম্ব হলে হারাম তরীকা অবলম্বন করে না, বরং আল্লাহর উপর ভরসা করে এবং তাঁর সাহায্য প্রার্থনা করে, আল্লাহ পার্থিব উপায়-উপকরণের দ্বারা বা গায়েবী সাহায্যের মাধ্যমে তার রিযকের ব্যবস্থা করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান