মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ২৩২
আখলাক অধ্যায়
অল্পেতুষ্টি ও লোভ-লালসা
২৩২. হযরত আবূ হুরায়রা (রা) বলেন, নবী করীম ﷺ বলেছেন: সম্পদের প্রাচুর্যের দ্বারা ধনী হওয়া যায় না; বরং ধনী হওয়ার অর্থ হচ্ছে অন্তরের পরিতৃপ্তি তথা অমুখাপেক্ষিতা। -বুখারী
کتاب الاخلاق
عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : « لَيْسَ الغِنَى عَنْ كَثْرَةِ العُرُوْضِ ، وَلَكِنَّ الغِنَى غِنَى النَّفْسِ » (رواه البخارى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান