মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ২২০
আখলাক অধ্যায়
অহংকার: অহঙ্কারী ব্যক্তি কুকুর ও শূকরের চেয়ে অধম
২২০. হযরত উমর (রা) থেকে বর্ণিত, একদিন তিনি মিম্বর থেকে ভাষণ দানকালে বললেনঃ হে জনগণ! তোমরা বিনম্রতা অবলম্বন কর। আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনম্রতা অবলম্বন করে, আল্লাহ তাকে উন্নত করেন। সে নিজের কাছে ছোট এবং মানুষের দৃষ্টিতে মহান হয়। যে অহঙ্কার করে, আল্লাহ তাকে নীচু করেন। সে মানুষের দৃষ্টিতে নগণ্য এবং নিজের কাছে বিরাট হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর এবং শূকরের চেয়ে অধম বিবেচিত হয়। (বায়হাকীঃ শুয়াবুল ঈমান)
کتاب الاخلاق
عَنْ عُمَرَ قَالَ : وَهُوَ عَلَى الْمِنْبَرِ " يَأَيُّهَا النَّاسُ ، تَوَاضَعُوا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " مَنْ تَوَاضَعَ لِلَّهِ رَفَعَهُ اللهُ ، فَهُوَ فِي نَفْسِهِ صَغِيرٌ ، وَفِي أَعْيُنِ النَّاسِ عَظِيمٌ ، وَمَنْ تَكَبَّرَ وَضَعَهُ اللهُ ، فَهُوَ فِي أَعْيُنِ النَّاسِ صَغِيرٌ ، وَفِي نَفْسِهِ كَبِيرٌ ، حَتَّى لَهُوَ أَهْوَنُ عَلَيْهِمْ مِنْ كَلْبٍ أَوْ خِنْزِيرٍ " (رواه البيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনয় ও বিনম্রতা অবলম্বন করে, আল্লাহ তার মর্যাদা বুলন্দ করেন। সে নিজের দৃষ্টিতে নিজেকে ছোট ও নগণ্য মনে করলেও আল্লাহ মানুষের নিকট তার সম্মান ও সুখ্যাতি বৃদ্ধি করে দেন। মানুষ তাকে বুযুর্গ ও সম্মানিত জ্ঞান করতে থাকে।
আল্লাহ অহঙ্কারী ব্যক্তির অহঙ্কারকে ধূলায় মিশিয়ে দেন। যে নিজেকে বড় ও সম্মানিত মনে করে, আল্লাহ তাকে অপমানিত করেন, মানুষের দৃষ্টিতে তাকে হীন ও নগণ্য করেন। মানুষ তাকে কুকুর ও শূকরের চেয়েও বেশি ঘৃণা করে। অহংকারী মানুষ সমাজের যে স্তরে অবস্থান করুক না কেন, আল্লাহর রাসূলের ভবিষ্যদ্বাণী তার প্রতি কার্যকরী হবে। দুনিয়ার তামাম স্বৈরাচারী শাসকের জীবন পর্যালোচনা করলে এ হাকীকতের সন্ধান লাভ করা যায়। প্রত্যেক একনায়ক শাসক নিজেকে বড় এবং অন্যকে ছোট জ্ঞান করার কারণে আল্লাহ তাকে ধীরে ধীরে মানুষের দৃষ্টিতে ছোট, নগণ্য ও ঘৃণিত করেন। ফলে সে দুনিয়ার মঞ্চ বা তার কর্মের মঞ্চ থেকে ব্যর্থ, পরাজিত ও অপমানিত হয়ে বিদায় গ্রহণ করে বা বিদায় গ্রহণ করতে বাধ্য হয়।
আল্লাহ অহঙ্কারী ব্যক্তির অহঙ্কারকে ধূলায় মিশিয়ে দেন। যে নিজেকে বড় ও সম্মানিত মনে করে, আল্লাহ তাকে অপমানিত করেন, মানুষের দৃষ্টিতে তাকে হীন ও নগণ্য করেন। মানুষ তাকে কুকুর ও শূকরের চেয়েও বেশি ঘৃণা করে। অহংকারী মানুষ সমাজের যে স্তরে অবস্থান করুক না কেন, আল্লাহর রাসূলের ভবিষ্যদ্বাণী তার প্রতি কার্যকরী হবে। দুনিয়ার তামাম স্বৈরাচারী শাসকের জীবন পর্যালোচনা করলে এ হাকীকতের সন্ধান লাভ করা যায়। প্রত্যেক একনায়ক শাসক নিজেকে বড় এবং অন্যকে ছোট জ্ঞান করার কারণে আল্লাহ তাকে ধীরে ধীরে মানুষের দৃষ্টিতে ছোট, নগণ্য ও ঘৃণিত করেন। ফলে সে দুনিয়ার মঞ্চ বা তার কর্মের মঞ্চ থেকে ব্যর্থ, পরাজিত ও অপমানিত হয়ে বিদায় গ্রহণ করে বা বিদায় গ্রহণ করতে বাধ্য হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)