মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ২১৫
আখলাক অধ্যায়
ওয়াদা ঋণবিশেষ
২১৫. হযরত আলী (রা) এবং আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তাঁরা বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ ওয়াদা ঋণবিশেষ। (তাবারানী: আওসাত)
کتاب الاخلاق
عَنْ عَلِىٍّ وَعَبْدِاللهِ بْنِ مَسْعُوْدٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اَلْعِدَةُ دَيْنٌ . (رواه الطبرانى فى الاوسط)

হাদীসের ব্যাখ্যা:

নীতিগতভাবে অর্থের ঋণ ও কথার ঋণের মধ্যে কোন পার্থক্য নেই। অর্থের ঋণ ও ওয়াদার ঋণ পরিশোধ করা প্রত্যেক বিশ্বাসী ব্যক্তির জন্য অবশ্য পালনীয় যিম্মাদারী। কোন কোন ক্ষেত্রে অর্থের ঋণের চেয়ে কথার ঋণের গুরুত্ব বেশি। যদি কোন ব্যক্তি কোন কারণবশত অর্থের ঋণ পরিশোধ না করে, তাহলে তার প্রতিক্রিয়া ঋণদাতা পর্যন্ত এবং ঋণের পরিমাণ পর্যন্ত সীমিত থাকবে। কিন্তু কোন কারণবশত ওয়াদা পালন না করলে তার প্রতিক্রিয়া দুই ব্যক্তি পর্যন্ত সীমিত না থেকে দেশ ও জাতি পর্যন্ত বিস্তৃত হতে পারে। কোন দুষ্কর্মের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলে তা পালন করা অনুচিত। মন্দ কাজ করার ওয়াদা পালন করলে গুনাহ হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান