মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ২১১
আখলাক অধ্যায়
এদিক-ওদিক লক্ষ্যকারী বক্তার বক্তব্য আমানত
২১১. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি নবী ﷺ থেকে বর্ণনা করেন, নবী ﷺ বলেছেনঃ যদি কোন ব্যক্তি কোন কথা বলার পর এদিক-ওদিক লক্ষ্য করে, তাহলে (বুঝতে হবে) তার বক্তব্য আমানত। (তিরমিযী ও আবূ দাউদ)
کتاب الاخلاق
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِذَا حَدَّثَ الرَّجُلُ الْحَدِيثَ ثُمَّ الْتَفَتَ فَهِيَ أَمَانَةٌ » (رواه الترمذى وابو داؤد)
হাদীসের ব্যাখ্যা:
যদি কোন ব্যক্তি কোন কথা অপর ব্যক্তির কাছে বলার পর হাবভাব কিংবা আকার-ইঙ্গিতের দ্বারা এ কথা বুঝাতে চেষ্টা করে যে, তার বক্তব্যের গোপনীয়তা রক্ষা করা হোক, তাহলে তার বক্তব্য তৃতীয় ব্যক্তির কাছে প্রকাশ করা অনুচিত। যদি তার বক্তব্যের গোপনীয়তা রক্ষা না করা হয়, তাহলে আমানতের খিয়ানত করা হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)