মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ২০৪
আখলাক অধ্যায়
হলফের দ্বারা অন্যের সামান্য হক নষ্টকারী দোযখী
২০৪. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি হলফের দ্বারা কোন মুসলমানের হক আত্মসাৎ করে, আল্লাহ তার জন্য দোযখ ওয়াজিব এবং জান্নাত হারাম করে দিয়েছেন। এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! নগণ্য জিনিস হলেও কি? তিনি বললেন: আরাকের (জঙ্গলী গাছের) ডাল হলেও। (মুসলিম)
کتاب الاخلاق
عَنْ أَبِي أُمَامَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ ، فَقَدْ أَوْجَبَ اللهُ لَهُ النَّارَ ، وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ » فَقَالَ لَهُ رَجُلٌ : وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللهِ؟ قَالَ : « وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

মিথ্যা সাক্ষ্যদানকারীর অপরাধের ভয়াবহতার কারণে আল্লাহ তার জন্য জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন এবং জান্নাত হারাম করে দিয়েছেন। মিথ্যা সাক্ষ্য-দানকারীর প্রতি আল্লাহ খুবই নারায। আবু দাউদে উল্লিখিত আসআস ইবন কায়স (রা) থেকে বর্ণিত অপর এক হাদীসে মিথ্যা শপথের দ্বারা অন্যের সম্পদ আত্মসাৎকারী ব্যক্তির ভয়ানক পরিণাম সম্পর্কে বলা হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধী কিয়ামতের দিন আল্লাহর সামনে কুষ্ঠ রোগী হিসেবে বিকৃত অঙ্গ নিয়ে হাযির হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান