মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ২০৩
আখলাক অধ্যায়
মিথ্যা শপথ করে সম্পদ আত্মসাৎকারীর উপর আল্লাহর ক্রোধ
২০৩. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা হলফ করে কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, সে কিয়ামতের দিন আল্লাহর সাথে এমন অবস্থায় মুলাকাত করবে যে, তিনি তার উপর ভয়ানকভাবে রাগান্বিত থাকবেন। (বুখারী ও মুসলিম)
کتاب الاخلاق
عَنْ عَبْدُ اللَّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « لاَ يَحْلِفُ عَلَى يَمِينِ صَبْرٍ يَقْتَطِعُ مَالًا وَهُوَ فِيهَا فَاجِرٌ ، إِلَّا لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ » (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
মিথ্যা কথা বলা পাপ। মিথ্যা তামাম পাপের মূল। মিথ্যা হলফ করা জঘন্য পাপ। মিথ্যা হলফের মাধ্যমে অন্যের হক বিনষ্ট করা আরও জঘন্য। যার অন্তরে আল্লাহ ও আখিরাতের ভয় রয়েছে, সে কখনো আল্লাহর নামে মিথ্যা শপথ করতে পারে না এবং শপথের মাধ্যমে অপর ভাইকে তার হক থেকে বঞ্চিত করতে পারে না। যে এ ধরনের নিকৃষ্টতম কাজ করে, সে একসঙ্গে তিনটি অপরাধ করে- মিথ্যা বলা, অসঙ্গত কাজে আল্লাহর নাম ব্যবহার করা এবং অন্যায়ভাবে অপর ব্যক্তিকে সম্পদ থেকে বঞ্চিত করা। এ ধরনের লোক কিয়ামতের দিন আল্লাহর অসন্তোষ ও ক্রোধের সম্মুখীন হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)