মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ২০২
আখলাক অধ্যায়
মিথ্যা সাক্ষ্য দান এবং শিরক সমপর্যায়ের কাজ
২০২. হযরত খুরায়ম ইবন ফাতিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ ফজরের নামায পড়ালেন এবং নামায শেষ হওয়ার পর দাঁড়িয়ে বললেন: মিথ্যা সাক্ষ্য দান ও আল্লাহর সাথে শিরক করা সমপর্যায়ের করা হয়েছে। তিনি তিনবার তা বললেন। অতঃপর তিনি কুরআনের আয়াত তিলাওয়াত করলেন: "একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে এবং তাঁর সাথে শিরক না করে মূর্তি পুজার আবর্জনা থেকে বেঁচে থাক এবং মিথ্যা উক্তি থেকে বেঁচে থাক।" (আবু দাউদ ও ইবনে মাজাহ)
کتاب الاخلاق
عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍ ، قَالَ : صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ ، فَلَمَّا انْصَرَفَ قَامَ قَائِمًا ، فَقَالَ : « عُدِلَتْ شَهَادَةُ الزُّورِ بِالْإِشْرَاكِ بِاللَّهِ » ثَلَاثَ مِرَارٍ ، ثُمَّ قَرَأَ {فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ} (رواه ابو داؤد وابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

শিরক নিকৃষ্টতম অপরাধ। অপর কোন অপরাধকে শিরকের সমপর্যায়ভুক্ত করার অর্থ হল যে অপরাধও শিরকের অপরাধের মত মারাত্মক এবং ক্ষমার অযোগ্য। মিথ্যা সাক্ষ্য দানের মাধ্যমে আল্লাহর বান্দাদের হক বিনষ্ট হয়, আবরু ইযযত ভুলণ্ঠিত হয়, জীবন বিপন্ন হয়। মিথ্যা সাক্ষ্য দানের দ্বারা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য প্রতিপন্ন করার কারণে আল্লাহ মিথ্যা সাক্ষ্য দানকারীর প্রতি অত্যধিক নারায ও অসন্তুষ্ট হন, যেরূপ শিরককারীর প্রতি আল্লাহ নারায, সেরূপ মিথ্যা সাক্ষ্য দানকারীর প্রতিও তিনি নারায এবং অসন্তুষ্ট।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান