মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৯৩
আখলাক অধ্যায়
দুনিয়ায় দুই চেহারাওয়ালার কিয়ামতে আগুনের দুটো জিহ্বা থাকবে
১৯৩. হযরত আম্মার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি দুনিয়ার যিন্দেগীতে দুই চেহারার অধিকারী, কিয়ামতের দিন তার আগুনের দুটো জিহ্বা থাকবে। (আবু দাউদ)
کتاب الاخلاق
عَنْ عَمَّارٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ كَانَ ذَا الْوَجْهَيْنِ فِي الدُّنْيَا كَانَ لَهُ لِسَانَانِ مِنْ نَارِ يَوْمِ الْقِيَامَةِ " (رواه ابو داؤد)

হাদীসের ব্যাখ্যা:

দুনিয়ার যিন্দেগীতে কপট ব্যক্তিগণ নিজেদের জিহ্বাকে পরস্পর বিরোধী কাজে ব্যবহার করে, এক জিহ্বাকে দুইভাবে ব্যবহার করে এবং জিহ্বার দ্বারা ব্যক্তি, মানুষ ও সমাজের বুকে আগুন ধরিয়ে দেয়। তাই কিয়ামতের দিন আল্লাহ কপট ব্যক্তিদেরকে আগুনের জিহ্বা দিবেন। দুই জিহ্বা দান করে তাদেরকে অপমানিত করবেন এবং আগুনের দুই জিহ্বা থাকার কারণে তাদের প্রতি আযাবের আধিক্য হবে। আল্লাহ তাঁর বান্দাদেরকে এ ধরনের অপমান ও আযাব থেকে হিফাযত করুন। আমীন। সুম্মা আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান