মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৮০
আখলাক অধ্যায়
চুপ থাকলে বাঁচবে
১৮০. হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন 'আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ﷺ বলেছেন: যে চুপ থেকেছে সে নিজেকে বাঁচিয়েছে। (মুসনাদে আহমদ, তিরমিযী, দারিমী ও বায়হাকী: শুয়াবুল ঈমান)
کتاب الاخلاق
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ صَمَتَ نَجَا " (رواه احمد والدارمى والبيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
যে চুপ থেকেছে সে নিজেকে অকল্যাণ ও অমঙ্গল থেকে রক্ষা করেছে। চুপ থাকার অর্থ হল অশ্লীল, অন্যায় কথাবার্তা থেকে জিহবাকে হিফাযত করা। কারণ অন্যায় ও অসংযত কথাবার্তার জন্য বান্দা দোযখে নিক্ষিপ্ত হবে।
চুপ থাকার অর্থ সম্পূর্ণ নিরুত্তর থাকা নয়, বরং সংযত কাজে জিহ্বাকে ব্যবহার করা কর্তব্য। কোন কোন ক্ষেত্রে জিহ্বাকে ব্যবহার না করা গুনাহ। যেমন কোন সবল ব্যক্তি দুর্বল ব্যক্তির ওপর যুলম করছে। এ ক্ষেত্রে জিহবার দ্বারা যুলমের প্রতিবাদ করা কর্তব্য এবং তাতে বান্দা প্রচুর সওয়াব লাভ করবে। যদি প্রতিবাদ না করে বা যালিমের বিরুদ্ধে জিহ্বাকে ব্যবহার না করে, তাহলে সে গুনাহগার হবে।
চুপ থাকার অর্থ সম্পূর্ণ নিরুত্তর থাকা নয়, বরং সংযত কাজে জিহ্বাকে ব্যবহার করা কর্তব্য। কোন কোন ক্ষেত্রে জিহ্বাকে ব্যবহার না করা গুনাহ। যেমন কোন সবল ব্যক্তি দুর্বল ব্যক্তির ওপর যুলম করছে। এ ক্ষেত্রে জিহবার দ্বারা যুলমের প্রতিবাদ করা কর্তব্য এবং তাতে বান্দা প্রচুর সওয়াব লাভ করবে। যদি প্রতিবাদ না করে বা যালিমের বিরুদ্ধে জিহ্বাকে ব্যবহার না করে, তাহলে সে গুনাহগার হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)