মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৭৩
আখলাক অধ্যায়
মু'মিনের বৈশিষ্ট্য
১৭৩. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: মু'মিন কথায় আক্রমণকারী, অভিসম্পাতকারী, মন্দ বাক্য ব্যবহারকারী এবং গালি প্রদানকারী নয়। (তিরমিধী)
کتاب الاخلاق
عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَيْسَ الْمُؤْمِنُ بِطَعَّانٍ ، وَلَا لَعَّانٍ ، وَلَا فَاحِشٍ وَلَا بَذِىٍ " (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসে বলা হয়েছে, কথা দ্বারা কাউকে হামলা করা, নিন্দা করা, অভিসম্পাত করা, অশ্লীল কথাবার্তা বলা কিংবা প্রতিপক্ষকে গালি দেয়া মু'মিন ব্যক্তির ঈমান ও মর্যাদার পরিপন্থি। তাই এসব বদ অভ্যাস কোন মু'মিন ব্যক্তির থাকতে পারে না। অন্য হাদীসে বলা হয়েছে, ঝগড়া-বিবাদের সময় গালি দেয়া মুনাফিকের লক্ষণ। সুতরাং আমাদের সবাইকে এসব দোষ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)