মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৭১
আখলাক অধ্যায়
যা নবুওয়তের এক-চব্বিশাংশ
১৭১. হযরত আবদুল্লাহ ইবন সারজিস (রা) থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন: উত্তম আচরণ, ধীর-স্থির স্বভাব এবং মধ্যম পন্থা নবুওয়তের চব্বিশ ভাগের এক ভাগ। (তিরমিযী)
کتاب الاخلاق
عَنْ عَبْدِ اللهِ بْنِ سَرْجِسَ الْمُزَنِيِّ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : السَّمْتُ الحَسَنُ ، وَالتُّؤَدَةُ وَالاِقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ . (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

যেসব মহান গুণ নবী করীম ﷺ-এর জীবনকে সুন্দর ও পরিপূর্ণ করেছে, সে সবের মধ্যে হাদীসে বর্ণিত তিনটি গুণও শামিল রয়েছে। এ তিনটি গুণ নবুওতের চব্বিশ ভাগের এক ভাগ। নবী করীম ﷺ এর আদব-আখলাক ও আচরণ যারা আয়ত্ত করে তাঁর আশেক ও অনুসারীদের খাতায় নিজেদের নাম লিখাতে চান, তাদের জন্য এ তিনটি গুণ অপরিহার্য। উত্তম আচরণের অধিকারী বান্দা সারারাত জেগে ইবাদতকারী এবং দিনের বেলা অবিরাম রোযা পালনকারী আবিদের সমপর্যায়ভুক্ত। ধীর-স্থির বান্দা আল্লাহর খুব প্রিয়। ধীর-স্থির স্বভাবের মানুষ দুনিয়া ও আখিরাতের প্রচুর কল্যাণের অধিকারী। বিনম্রতা ও অধৈর্যহীনতার দ্বারা মানুষ সাফল্যের বুলন্দ মনযিল হাসিল করে।

জীবনের যাবতীয় ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা খুবই প্রয়োজনীয়। নবী করীম ﷺ ইবাদত-বন্দেগী, দান-খয়রাত, অর্থনৈতিক লেন-দেন এবং খরচের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করার উপদেশ দিয়েছেন। কোন ক্ষেত্রে চরম পন্থা অবলম্বন করাকে নবী করীম ﷺ পসন্দ করেননি। আলোচ্য হাদীসে বর্ণিত 'ইকতেসাদ' বা 'মধ্যম পন্থা' অর্থনৈতিক ক্ষেত্রে প্রযোজ্য। নবী করীম ﷺ বিভিন্ন হাদীসে দারিদ্র্য ও প্রাচুর্যের সময় মধ্যম পন্থা অবলম্বন করার উপদেশ দিয়েছেন। যে ব্যক্তি দারিদ্র্য ও প্রাচুর্যের সময় মধ্যম পন্থা অবলম্বন করে, সে কখনো ব্যর্থ, পরাজিত ও দুঃখিত হয় না। আল্লাহ তাঁর বান্দার মধ্যম পন্থা অবলম্বন করার অভ্যাসকে খুব পসন্দ করেন। একে নবুওয়তের অন্যতম অংশ অর্থাৎ নবীদের অন্যতম অভ্যাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ আমাদেরকে উত্তম আচরণ, ধীর-স্থির স্বভাব এবং মধ্যম পন্থা অবলম্বন করার তওফিক দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান