মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৭০
আখলাক অধ্যায়
ধীর-স্থিরতা আল্লাহর পক্ষ থেকে এবং তাড়াহুড়ো শয়তানের প্রভাব
১৭০. হযরত সাহল ইবন সা'আদ সায়িদী (রা) থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন: ধীর-স্থিরতা আল্লাহর পক্ষ থেকে এবং তাড়াহুড়ো শয়তানের তরফ থেকে। (তিরমিযী)
کتاب الاخلاق
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيُّ ، اَنَّ النَّبِىَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : الأَنَاةُ مِنَ اللهِ وَالعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ . (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
পার্থিব এবং দীনি যিম্মাদারী ধীর-স্থির ও চিন্তা-ভাবনা করে সম্পাদন করা খুবই উৎকৃষ্ট অভ্যাস। ধীর-স্থিরভাবে, ধৈর্যসহকারে ও সুচিন্তিতভাবে যে কাজ সম্পাদন করা হয়, তাতে খুব কম ভুল-ভ্রান্তি থাকে। তাই ধৈর্যশীল ব্যক্তি কর্মের উত্তম ফল লাভ করেন। আল্লাহ ধৈর্যশীল মু'মিনদের খুব পসন্দ করেন, তাঁদের কাজের মধ্যে বরকত দান করেন।
তাড়াহুড়ো এবং ধৈর্যহীনতা মন্দ অভ্যাস। তার দ্বারা কোন ফায়দা হাসিল করা সম্ভব নয়। সাময়িকভাবে কোন কোন ক্ষেত্রে সামান্য ফায়দা তাড়াহুড়োর মাধ্যমে হাসিল হলেও কোন স্থায়ী কল্যাণ হাসিল করা যায় না। ধৈর্যহীনতা অধিকাংশ ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি সাধন করে। তাই 'উজলত' বা তাড়াহুড়োকে শয়তানী অভ্যাস আখ্যায়িত করা হয়েছে।
তাড়াহুড়ো এবং ধৈর্যহীনতা মন্দ অভ্যাস। তার দ্বারা কোন ফায়দা হাসিল করা সম্ভব নয়। সাময়িকভাবে কোন কোন ক্ষেত্রে সামান্য ফায়দা তাড়াহুড়োর মাধ্যমে হাসিল হলেও কোন স্থায়ী কল্যাণ হাসিল করা যায় না। ধৈর্যহীনতা অধিকাংশ ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি সাধন করে। তাই 'উজলত' বা তাড়াহুড়োকে শয়তানী অভ্যাস আখ্যায়িত করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)