মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৬৯
আখলাক অধ্যায়
ধৈর্য ও ধীর-স্থিরতা: ধৈর্য ও ধীর-স্থিরতা আল্লাহর পসন্দ করেন
১৬৯. হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ﷺ আবদুল কায়স গোত্রের সরদার আসাজ্জকে বলেছেন: তোমার দুটো অভ্যাস-হিলম এবং আনাহ বা ধৈর্য ও ধীর-স্থিরতা আল্লাহ পসন্দ করেন। (মুসলিম)
کتاب الاخلاق
عَنِ ابْنِ عَبَّاسٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لأَشَجِّ عَبْدِ القَيْسِ : إِنَّ فِيكَ خَصْلَتَيْنِ يُحِبُّهُمُ اللَّهُ : الحِلْمُ ، وَالأَنَاةُ . (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

হিলম শব্দের অর্থ হল নম্রতা, যুক্তি, বুদ্ধি-বিবেচনা, সবর, মাফ, দয়া, ভদ্রতা প্রভৃতি। হালিম তাকে বলা হয় যে বিনম্র, নরম মেযাজের অধিকারী, ভদ্র, ধৈর্যশীল, মাফকারী ইত্যাদি। 'আনাহ' শব্দের অর্থ হল: অত্যধিক ধৈর্য, ধীর-স্থিরতা, কার্য সম্পাদনে সতর্কতা, ইনতেযার, অবকাশ প্রভৃতি। হিলম এবং আনাহ প্রায় সম অর্থবোধক দুটো শব্দ। তবে উভয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। প্রথম শব্দ নম্রতা ও সবর এবং দ্বিতীয় শব্দ অধৈর্যহীনতা এবং অবকাশ। আল্লাহ সবর এবং অধৈর্যহীনতাকে খুব পসন্দ করেন।

আবদুল কায়স গোত্রের সরদার আসাজ্জ-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল নবী করীম ﷺ-এর দরবারে এসেছিলেন। মদীনা পৌছার পর দলের লোকজন খুব তাড়াহুড়া করে এবং দৌড়ে নবী করীমের দরবারে পৌঁছেন। সম্ভবত নবী করীম ﷺ-কে দেখার তাদের প্রবল আগ্রহ ছিল। তাই তারা নিজেদের জিনিসপত্র গোছানোর কোন খেয়াল না করে বা নিজেদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি না করে এবং তাদের নেতা আসাজ্জ-এর অপেক্ষা না করে নবী করীমের দরবারে হাযির হয়েছিলেন। গোত্র সরদার খুব ধীর-স্থিরভাবে দলের লোকজনের জিনিসপত্র একস্থানে রাখলেন। সম্ভবত সফরের ক্লান্তি দূর করা বা পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার জন্য গোসল করলেন, পোশাক-পরিচ্ছদ পরিবর্তন করলেন এবং সম্মান ও মর্যাদার সাথে নবী করীম ﷺ-এর দরবারে হাযির হলেন। নবী করীম
ﷺ তার আচরণ খুব পসন্দ করলেন এবং মেহমানকে বললেন, তার মধ্যে যে অধৈর্যহীনতা ও বিনম্রতা রয়েছে, তা আল্লাহ পসন্দ করেন।

ইবাদতের ব্যাপারেও ধৈর্যহীন পদক্ষেপ নেয়া উচিত নয়। অনেক লোক অজ্ঞতাবশত মসজিদের দিকে খুব দৌড়ে যান। এরূপ করা উচিত নয়। বিনয় ও ধীর-স্থির ইবাদতকারীকে আল্লাহ পসন্দ করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান