মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৬৮
আখলাক অধ্যায়
যার ওযর আল্লাহ কবুল করেন
১৬৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে তার জিহবার হিফাযত করে, আল্লাহ তার ত্রুটি আবৃত রাখবেন, যে নিজের রাগ দমন করে, আল্লাহ তার উপর থেকে আযাব দূর করবেন এবং যে আল্লাহর কাছে ত্রুটির মার্জনা চাইবে, আল্লাহ তার ওযর কবুল করবেন। (বায়হাকীঃ শুয়াবুল ঈমান)
کتاب الاخلاق
عَنْ أَنَسِ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " مَنْ خَزَنَ لِسَانَهُ سَتَرَ اللهُ عَوْرَتَهُ ، وَمَنْ كَفَّ غَضَبِهِ كَفَّ اللهُ عَنْهُ عَذَابَهُ يَوْمَ الْقِيَامَةِ ، وَمَنِ اعْتَذَرَ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ قَبِلَ عُذْرَهُ " (رواه البيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
রাগ দমন করার অসংখ্য উপকারিতা এবং পুরস্কার রয়েছে। আল্লাহ তা'আলা তাঁর রাগ দমনকারী বান্দাকে বিভিন্নভাবে পুরষ্কৃত ও সম্মানিত করবেন। যে বান্দা তার রাগ দমন করবে এবং শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর বান্দাদেরকে লজ্জিত, অসম্মানিত করবে না বা তাদের কোনরূপ লোকসান করবে না, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহর প্রত্যেক নেক বান্দা রাগ দমন করে আল্লাহর পক্ষ থেকে তাঁর নবী ﷺ কর্তৃক ঘোষিত ইনাম ও পুরস্কার লাভ করতে পারেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)