মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৬৭
আখলাক অধ্যায়
ক্রোধ দমনকারীর জন্য বেহেশতী হর
১৬৭. হযরত সাহল ইবন মু'আয (র) তাঁর পিতা মু'আয (রা) থেকে বর্ণনা করেন, নবী ﷺ বলেছেন: কোনরূপ পদক্ষেপ গ্রহণ করার শক্তি থাকা সত্ত্বেও যে ক্রোধ পান করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে তামাম মাখলুকের আহ্বান করবেন এবং জান্নাতের হূরদের মধ্য থেকে যে কোন হূর পসন্দ করার অধিকার দিবেন।(তিরমিযী ও আবু দাউদ)
کتاب الاخلاق
عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ ، عَنْ أَبِيهِ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : « مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ يَقْدِرُ عَلَى أَنْ يُنْفِذَهُ ، دَعَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى رُءُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُخَيِّرَهُ اللَّهُ مِنَ الْحُورِ الْعِينِ مَا شَاءَ » (رواه الترمذى وابو داؤد)
হাদীসের ব্যাখ্যা:
যে আল্লাহকে পসন্দ করে, আল্লাহ তাকে পসন্দ করেন। যে আল্লাহকে ভালবাসে, আল্লাহ তাকে ভালবাসেন। যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর তাকে স্মরণ করেন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকে দুনিয়া ও আখিরাতে ইযযত দান করেন। প্রতিপক্ষকে ঘায়েল করার বা তাকে সমুচিত শিক্ষাদান করার ক্ষমতা থাকা সত্ত্বেও যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের ক্রোধকে দমন করে এবং প্রবৃত্তির উস্কানি বরদাশত করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন তার নিজের ইচ্ছানুযায়ী ইনাম গ্রহণ করার অধিকার দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকে তাঁর বান্দার প্রতি এক বিশেষ সম্মান এবং আল্লাহ রাব্বুল আলামীন প্রকাশ্য ঘোষণার দ্বারা এ পুরস্কার দান করার মাধ্যমে বান্দার মর্যাদা আরো উন্নত করবেন। রাগ পান বা দমন করা এবং প্রবৃত্তির উস্কানি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কাজ, তাই আল্লাহর যে খোশ-কিসমত নেক বান্দা তা করতে সক্ষম হবেন, আল্লাহ তাকে তাঁর সন্তুষ্টির প্রতিদান দিবেন। তাঁর বান্দাদের কাছে তাকে সম্মানিত করার জন্য তাদের সামনে পুরস্কারের ঘোষণা করবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)