মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৩২
আখলাক অধ্যায়
ভাল কাজের পরিচয়
১৩২. হযরত জাবির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল ﷺ বলেছেন: কোন কল্যাণের কাজকে হেয় জ্ঞান করো না। তোমার ভাইয়ের সাথে প্রফুল্ল মুখে মুলাকাত করা এবং তোমার পানির পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে কিছু পানি ঢেলে দেয়াও কল্যাণকর কাজের অন্তর্গত। (তিরমিযী)
کتاب الاخلاق
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ ، وَإِنَّ مِنَ الْمَعْرُوفِ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ ، وَأَنْ تُفْرِغَ مِنْ دَلْوِكَ فِي إِنَاءِ أَخِيكَ . (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
অতি সাধারণ কাজের দ্বারা সমাজ জীবনে ভ্রাতৃত্ব ও মহব্বতের ফোয়ারা সৃষ্টি করা সম্ভব এবং যারা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য আল্লাহর বান্দাদের সুখ-শান্তির জন্য সামান্য পরিমাণ পানি দান করবে বা একটু মিষ্টিমুখে কথা বলবে, তারা আল্লাহর নিকট তার প্রতিদান পাবে। ধন-দৌলত ছাড়াও মানুষকে সাহায্য করা যায়। যারা নিঃস্ব-দরিদ্র, তারাও এ ধরনের আচরণের দ্বারা পরোপকার করতে পারেন এবং অন্য মানুষকে সন্তুষ্ট করতে পারেন। অনেক ক্ষেত্রে প্রচুর ধন-দৌলত খরচ করেও যে ফল পাওয়া যায় না, এ ধরনের ছোটখাট নেক কাজের দ্বারা সে ফল লাভ করা যায়। নবী করীম ﷺ-এর মূল্যবান উপদেশ পালন করলে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)