মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৩১
আখলাক অধ্যায়
ভাল কাজকে হেয় জ্ঞান করো না
১৩১. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ বলেছেন: তোমাদের মধ্যে কেউ যেন কোন কল্যাণের কাজকে হেয় জ্ঞান না করে। যদি দেবার মত সে কিছু না পায় তবুও যেন প্রফুল্ল মুখে তার ভাইয়ের সাথে সাক্ষাত করে। যখন তুমি গোশত খরিদ কর বা কোন কিছু রান্না কর তখন একটু শুরুয়া বাড়িয়ে দাও এবং তা থেকে প্রতিবেশীকে এক চামচ দান কর। (তিরমিযী)
کتاب الاخلاق
عَنْ أَبِي ذَرٍّ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لاَ يَحْقِرَنَّ أَحَدُكُمْ شَيْئًا مِنَ الْمَعْرُوفِ ، وَإِنْ لَمْ يَجِدْ فَلْيَلْقَ أَخَاهُ بِوَجْهٍ طَلْقٍ ، وَإِنْ اشْتَرَيْتَ لَحْمًا أَوْ طَبَخْتَ قِدْرًا فَأَكْثِرْ مَرَقَتَهُ وَاغْرِفْ لِجَارِكَ مِنْهُ . (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
যাবতীয় মারুফ বা মঙ্গল কাজ গুরুত্বপূর্ণ। যেরূপ ছোট-বড় সকল গুনাহ পরিত্যাজ্য, সেরূপ তামাম নেক কাজ গুরুত্বপূর্ণ। দুনিয়ার যিন্দেগীতে যে পদ্ধতিতে কাজের মূল্যায়ন করা হয়, নৈতিক জগতে সে পদ্ধতিতে কাজের হিসাব করা হয় না। আল্লাহর কাছে মানুষের নিয়্যত গোপন নেই। তিনি মানুষের নিয়্যত মোতাবিক তার নেক কাজের ফল দান করেন। নিয়্যতের ত্রুটির কারণে কোন ব্যক্তি পাহাড় পরিমাণ সম্পদ দান করেও দানা পরিমাণ সওয়াব লাভ করে না। আবার কোন ব্যক্তি নিয়্যতের বিশুদ্ধতার কারণে খেজুরের একটি টুকরো দান করে পাহাড় পরিমাণ সওয়াব লাভ করে। ক্ষুদ্রতম নেক কাজের দ্বারা বৃহত্তম পূণ্য লাভ করা সম্ভব এবং ক্ষুদ্রতম নেক কাজের উদাহরণও আল্লাহর রাসূল ﷺ দান করেছেন। হাসিমুখে মুসলিম ভাইয়ের সাথে মুলাকাত করা বা তরকারির মধ্যে একটু শুরুয়া বৃদ্ধি করে প্রতিবেশীকে দিয়ে খুশি করা নেক কাজের অন্তর্ভুক্ত। এ ধরনের নেক কাজ দ্বারা সমাজের মানুষের মধ্যে হৃদ্যতা ও ভালবাসা সৃষ্টি হয় এবং নিয়্যত অনুযায়ী মহান আল্লাহর কাছে সওয়াবও পাওয়া যায়। কিন্তু অজ্ঞতার কারণে অনেকে এ ধরনের নেক কাজের প্রতি সঠিক গুরুত্ব আরোপ করতে ব্যর্থ হন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)