মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৩০
আখলাক অধ্যায়
বিধবা ও মিসকীনের জন্য প্রচেষ্টাকারীর সুখবর
১৩০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ বলেছেন: বিধবা এবং মিসকীনের কাজ-কর্মে চেষ্টাকারী আল্লাহর রাস্তায় চেষ্টাকারীর সমতুল্য। বর্ণনাকারী বলেন, আমি মনে করি আল্লাহর রাসূল ﷺ আরো বলেছিলেন: এমন রাত্রি জাগরণকারীর মত, যে ক্লান্ত হয় না এবং এমন রোযাদারের মত, যে কখনো রোযা ত্যাগ করে না। (বুখারী ও মুসলিম)
کتاب الاخلاق
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « السَّاعِي عَلَى الْأَرْمَلَةِ وَالْمِسْكِينِ ، كَالسَّاعِىْ فِي سَبِيلِ اللهِ وَأَحْسِبُهُ قَالَ وَكَالْقَائِمِ لَا يَفْتُرُ ، وَكَالصَّائِمِ لَا يُفْطِرُ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

বিধবা ও মিসকীনের অভাব মোচনকারী এবং তাদের সমস্যা সমাধান করার জন্য পরিশ্রমকারী আল্লাহর খুবই প্রিয়। আল্লাহ যেরূপ একজন মুজাহিদ বা রাত্রি জাগরণকারী বা অবিরাম রোযা পালনকারীকে মহব্বত করেন, সেরূপ মহব্বত করেন বিধবা ও গরীব-মিসকীনের দরদী ব্যক্তিকে। আল্লাহর রাস্তায় কঠিন সংগ্রাম-সাধনা করে একজন মুজাহিদ যে মর্যাদা হাসিল করেন, রাতের বেলা অক্লান্ত পরিশ্রম করে একজন আবিদ যে সওয়াব হাসিল করেন বা ক্ষুধা-পিপাসা সহ্য করে অবিরাম রোযা রেখে একজন রোযাদার যে বিরাট পূণ্য অর্জন করেন, সে সওয়াব ও মর্যাদা জনদরদী ব্যক্তি বিধবা ও মিসকীনকে সাহায্য-সহযোগিতা করে হাসিল করেন। কিন্তু হাদীসে বর্ণিত সুসংবাদ বা মর্যাদা জনদরদী ব্যক্তি হাসিল করতে পারবেন তখন, যখন তিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবেন, আখিরাতের হিসাব-নিকাশকে সঠিক জ্ঞান করে দুনিয়ার যিন্দেগী যাপন করবেন এবং আল্লাহর আইনের বিপরীত কোন আইন স্বীকার করবেন না, আল্লাহ ও তাঁর রাসূলের যাবতীয় ফয়সালা সন্তুষ্টচিত্তে গ্রহণ করবেন। এমনকি তা যদি তার নিজের পরিবার-পরিজনের স্বার্থের বিপরীতও হয়।

আল্লাহর রাস্তায় মেহনত করার অর্থ খুব ব্যাপক এবং তা উম্মতের প্রত্যেক ব্যক্তির উপর অবশ্য কর্তব্য। নিজের সাধ্যানুযায়ী আল্লাহর পয়গামকে মানুষের কাছে পেশ করা, আল্লাহর হুকুমকে সমাজে চালু করা, আল্লাহর কালেমাকে বুলন্দ করা এবং আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লেখনী, বক্তৃতা, কূটনীতি এবং অস্ত্রের দ্বারা অবিরাম সংগ্রাম করার অর্থ হলো আল্লাহর রাস্তায় মেহনত করা। যদি কেউ এই কর্তব্য উপেক্ষা করে, তাহলে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান