মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১২০
আখলাক অধ্যায়
আল্লাহর রাসূল ﷺ কাউকে 'না' বলেননি
১২০. হযরত জাবির (রা) থেকে বর্ণিত তিনি বলেন, এমন কখনো হয়নি যে, কোন জিনিস সম্পর্কে আল্লাহর রাসূলকে সওয়াল করা হয়েছে এবং তিনি 'না’ বলেছেন। (বুখারী ও মুসলিম)
کتاب الاخلاق
عَنْ جَابِرٍ قَالَ : " مَا سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَيْءٍ قَطُّ فَقَالَ : لاَ" . (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর রাসুল ﷺ শ্রেষ্ঠ সখী ছিলেন। তাঁর দানের তুলনা কারো সাথে করা যায় না। তিনি সর্বদা দান করতেন। তাঁর কাছে সাহায্য-সহযোগিতার দরখাস্ত করা হলে তিনি কখনো তা নামঞ্জুর করেননি, বরং তাঁর কাছে দান করার মত কিছু না থাকলে তিনি ঋণ করে অন্যকে দান করতেন। এমনও উদাহরণ পাওয়া যায়, জনৈক সাহাবী নবী করীম ﷺ-এর কাপড়ের অভাব দেখে তাঁকে কাপড় হাদীয়া দিলেন। তিনি তা পরিধান করার পর মুহূর্তে কোন সওয়ালকারী তা চাইলেন। নবী করীম ﷺ তাকে 'না' বলেননি, বরং নিজের শরীর থেকে তা খুলে প্রার্থনাকারীকে দান করলেন। যখনই কোন সম্পদ তাঁর হস্তগত হতো তিনি তা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতেন। নবী করীম ﷺ আখলাকে হাসানার বুলন্দ মাকামের অধিকারী ছিলেন। কুরআন শরীফে বলা হয়েছে:
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
"এবং সওয়ালকারীকে ফিরিয়ে দিও না।"
পবিত্র কুরআনের বাস্তব দৃষ্টান্ত হিসেবে দানশীলতার ক্ষেত্রে নবী করীম ﷺ যে অনন্য স্বাক্ষর রেখে গেছেন, তাঁর উম্মতের জন্য তা সর্বদা অনুসরণীয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান