মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১২১
আখলাক অধ্যায়
উহুদসম স্বর্ণের প্রতি রাসূলের নির্লিপ্ততা
১২১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যদি আমার নিকট ওহুদ পাহাড়ের পরিমাণ সোনা থাকে এবং তিন রাত শেষ না হতেই তা শেষ হয়ে যায় এবং ঋণ পরিশোধ করার জন্য যা রাখব তাছাড়া কিছু না থাকে, তাহলে আমি খুশি। (বুখারী ও মুসলিম)
کتاب الاخلاق
عَنْْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « لَوْ كَانَ عِنْدِىْ مِثْلُ أُحُدٍ ذَهَبًا لَسَرَّنِي أَنْ لاَ يَمُرَّ عَلَيَّ ثَلاَثٌ لِيَالٍ ، وَعِنْدِي مِنْهُ شَيْءٌ إِلَّا شَيْءٌ أُرْصِدُهُ لِدَيْنٍ » (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর রাসূল ﷺ সম্পদ সঞ্চয় করার জন্য দুনিয়াতে আগমন করেননি। দুনিয়ার মানুষের সামনে উত্তম আখলাকের উত্তম নমুনা পেশ করা এবং তাদেরকে উত্তম আখলাক অনুসরণ করার জন্য উদ্বুদ্ধ করতে এসেছিলেন। নবী করীম ﷺ যা বলেছেন, তা বাস্তবে করেছেন। বাহরায়ন থেকে প্রচুর সম্পদ তাঁর কাছে পৌঁছলে তিনি তা মসজিদে নববীতে রাখলেন এবং সাধারণের মধ্যে বিতরণ না করা পর্যন্ত মসজিদ ত্যাগ করলেন না। দুনিয়ার মানুষ নবী করীম ﷺ-এর মহান আখলাক দুনিয়াবাসীর প্রয়োজন পূরণের জন্য পর্যাপ্ত সম্পদ দুনিয়ার বুকে রেখে দিয়েছেন। কিন্তু অনুসরণ করলে দুনিয়ার বুকে অভাব-অনটন খুঁজে পাওয়া যেত না। আল্লাহ এক শ্রেণীর মানুষ আল্লাহর আইনকে লংঘন করে অঢেল সম্পদ নিজেদের মধ্যে কুক্ষিগত করে রেখেছে। ফলে আল্লাহর অন্যান্য বান্দারা না খেয়ে মরে যাচ্ছে। নির্বোধ ব্যক্তিগণ সমস্যার সঠিক সমাধান না করে জন্মশাসনের ওকালতি করছে। অথচ সকলের কাছে এবং সকল রাষ্ট্রের কাছে যে সম্পদ রয়েছে তা আল্লাহর কানুন মোতাবিক ব্যয় করলে মানুষ দুনিয়াতে মানুষের মত যিন্দেগী যাপন করতে পারতো। যাবতীয় সমস্যার ইসলামী সমাধানের জন্য চেষ্টা করা ঈমানদারদের কর্তব্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)