মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১১১
আখলাক অধ্যায়
রহমকারীদের প্রতি সুখবর
১১১. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ বলেছেন: রহমকারীদের প্রতি পরম রহমশীল (আল্লাহ রহম করেন। তোমরা দুনিয়াবাসীর প্রতি রহম কর, আসমানে অবস্থানকারী তোমাদেরকে রহম করবেন। (আবু দাউদ ও তিরমিযী)
کتاب الاخلاق
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ ، ارْحَمُوا مَنْ فِي الأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ . (رواه ابو داؤد والترمذى)
হাদীসের ব্যাখ্যা:
দুনিয়াবাসীর প্রতি রহম করার অর্থ শুধু মানুষ পর্যন্ত সীমিত নয়। মানুষকে অবশ্যই দয়া প্রদর্শন করতে হবে এবং তার সাথে সাথে দুনিয়াতে অবস্থানকারী তামাম মাখলুকের প্রতি দয়া প্রদর্শন করতে হবে। কারো প্রতি অন্যায় ও যুলম করা যাবে না। দুনিয়ার তামাম মাখলুকের স্রষ্টা আল্লাহ তা'আলা, তাই তামাম সৃষ্টজীবের প্রতি দয়া প্রদর্শন করলে মহান স্রষ্টা আল্লাহ খুশি হন। দয়া প্রদর্শনকারীকে মহব্বত করেন, তার ভুলভ্রান্তি মাফ করে দেন। তার কষ্ট লাঘব করেন এবং বিভিন্ন ভাবে তাকে সাহায্য-সহযোগিতা করেন। মানুষের প্রতি দয়া প্রদর্শন করা উত্তম আখলাকের শ্রেষ্ঠ লক্ষণ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)