মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১১২
আখলাক অধ্যায়
কুকুরকে পানি পান করানোয় আল্লাহর স্বীকৃতি
১১২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ বলেছেন: এক ব্যক্তি রাস্তা চলাকালে খুব পিপাসা বোধ করল। অতঃপর একটা কুয়া পেল, সে তাতে নামল এবং পানি পান করল। অতঃপর কুয়া থেকে বের হয়ে দেখল, একটা কুকুর তৃষ্ণায় জিহ্ববা বের করে রয়েছে এবং ভেজা মাটি চাটছে। লোকটি নিজে নিজে বলল, কুকুরটির সেরূপ পিপাসার যন্ত্রণা পেয়েছে, আমার যেরূপ পেয়েছিল। অতঃপর সে কুয়ায় নামল এবং মোজায় পানি ভরল। মুখের দ্বারা ধরে তা উপরে নিয়ে এল এবং কুকুরকে পানি পান করাল। আল্লাহ তার কাজের স্বীকৃতি দিলেন এবং তাকে মাফ করে দিলেন। সাহাবায়ে কিরাম (রা) বললেন, ইয়া রাসুলাল্লাহ! জন্তু-জানোয়ারের ব্যাপারেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? তিনি বললেন : হ্যাঁ প্রত্যেক জীবন্ত প্রাণীতে সওয়াব রয়েছে। (বুখারী ও মুসলিম)
کتاب الاخلاق
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ ، اشْتَدَّ عَلَيْهِ العَطَشُ ، فَوَجَدَ بِئْرًا فَنَزَلَ فِيهَا ، فَشَرِبَ ثُمَّ خَرَجَ ، فَإِذَا كَلْبٌ يَلْهَثُ ، يَأْكُلُ الثَّرَى مِنَ العَطَشِ ، فَقَالَ الرَّجُلُ : لَقَدْ بَلَغَ هَذَا الكَلْبَ مِنَ العَطَشِ مِثْلُ الَّذِي كَانَ بَلَغَ بِي ، فَنَزَلَ البِئْرَ فَمَلَأَ خُفَّهُ ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ ، فَسَقَى الكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ " قَالُوا : يَا رَسُولَ اللَّهِ ، وَإِنَّ لَنَا فِي البَهَائِمِ أَجْرًا؟ فَقَالَ : « نَعَمْ ، فِي كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ » (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
ছোট বড় প্রত্যেক কাজে সওয়াব রয়েছে। ইতর প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করার মধ্যেও সওয়াব রয়েছে। কিন্তু সওয়াবের পরিমাণ প্রত্যেক কাজের গুরুত্বের উপর নির্ভর করে। স্বাভাবিক অবস্থায় সম্পাদিত কাজের জন্য যে সওয়াব রয়েছে, অস্বাভাবিক অবস্থায় সম্পাদিত একই কাজের তার চেয়ে বেশি সওয়াব রয়েছে। যে সৎকর্মের পেছনে আন্তরিকতা বেশি, তার জন্য আল্লাহর কাছে সওয়াবও বেশি। স্বাভাবিক অবস্থায় পশুপাখিকে পানি দান করলে সাধারণ সওয়াব পাওয়া যাবে: কিন্তু অস্বাভাবিক অবস্থায় কোন প্রাণীকে নিজের আরাম-আয়েশ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন সাহায্য করলে তার মূল্য অনেক বেশি হবে। আল্লাহ এ ধরনের বান্দার কাজের পূর্ণ স্বীকৃতি দেন এবং তার গুনাহ মাফ করে তাকে বুলন্দ মরতবা দান করেন। অবশ্য সৎকর্মশীল ব্যক্তির ঈমান থাকতে হবে। অন্যথায় সে আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)