মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১০৮
আখলাক অধ্যায়
উত্তম আখলাকের অধিকারী আমার প্রিয়তম
১০৮. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ বলেছেন: তোমাদের মধ্যে যার আখলাক উত্তম সে আমার প্রিয়তম। (বুখারী)
এই হাদীসটি তিরমিযী শরীফের এক রিওয়ায়াতে হযরত জাবির (রা) থেকে বর্ণিত হয়েছে। সেখানে একটু বাড়িয়ে বলা হয়েছে: "তোমাদের মধ্যে যার আখলাক সুন্দরতম সে আমার প্রিয়তম এবং কিয়ামতের দিন তোমাদের চেয়ে তার আসন আমার নিকটতম থাকবে।"
এই হাদীসটি তিরমিযী শরীফের এক রিওয়ায়াতে হযরত জাবির (রা) থেকে বর্ণিত হয়েছে। সেখানে একটু বাড়িয়ে বলা হয়েছে: "তোমাদের মধ্যে যার আখলাক সুন্দরতম সে আমার প্রিয়তম এবং কিয়ামতের দিন তোমাদের চেয়ে তার আসন আমার নিকটতম থাকবে।"
کتاب الاخلاق
عَنْ عَبْدِ اللَّهِ بْنُ عَمْرٍوقَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ أَحْسَنَكُمْ أَخْلاَقًا » (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
হুসনে আখলাক দুনিয়া ও আখিরাতের যাবতীয় মঙ্গলের উৎস। ইশকে রাসুলের সমুদ্রে যারা আকণ্ঠ নিমজ্জিত থাকতে চান, তাদের উচিত হবে আচরণকে সুন্দর করা। আখলাকের উৎকর্ষ সাধন না করে আল্লাহর রাসুলের ভালবাসার সুউচ্চ মনযিল লাভ করা যাবে না। যারা যিন্দেগীতে আখলাকের দিক থেকে উত্তম হবেন তারা দুনিয়াতে নবীজীর প্রিয়তম এবং আখিরাতে তাঁর নিকটতম থাকবেন। দয়াময় আল্লাহ আমাদেরকে হুসনে আখলাকের তওফিক দিন। আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)