মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১০৫
আখলাক অধ্যায়
উত্তম আখলাকের অধিকারীর মর্যাদা
১০৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ-কে বলতে শুনেছিঃ ঈমানদার ব্যক্তি উত্তম আখলাকের দ্বারা রাতের ইবাদতকারী এবং দিনের বেলা রোযা পালনকারীর অনুরূপ মর্যাদা লাভ করে। (আবূ দাউদ)
کتاب الاخلاق
عَنْ عَائِشَةَ قَالَتْ : سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " إِنَّ الْمُؤْمِنَ يُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَاتِ قَائِمِ اللَّيْلِ ، صَائِمِ النَّهَارِ " (رواه ابو داؤد)
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসে তাহাজ্জুদের নামায ও নফল রোযার প্রতি ইঙ্গিত করা হয়েছে। রাতের বেলা ঘুম-বিশ্রাম পরিহার করে তাহাজ্জুদের নামায পড়া সহজ কাজ নয়। যারা নিজেদের অন্তরে আল্লাহ ও আখিরাতের মহব্বত পোষণ করেন, তারা নিজেদের আমল বুলন্দ করার জন্য রাতের কঠিন ইবাদতে নিজেদের মশগুল করতে পারেন। অনুরূপভাবে ক্ষুধা, পিপাসা ও অন্যান্য লোভের বিরুদ্ধে সংগ্রাম করে নফল রোযা রাখাও কঠিন ইবাদত। কিন্তু সুন্দর আখলাকের অধিকারী ঈমানদারগণ তাদের আখলাকের সৌন্দর্যের কারণে এ দুটো কঠিন ইবাদতকারীর অনুরূপ সওয়াব ও মর্যাদা পাবেন। সুন্দর আখলাকের অধিকারিগণ খুবই খোশ নসীব। তাই স্বভাব ও আচরণের দ্বারা মর্যাদা লাভ করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)