মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১০৪
আখলাক অধ্যায়
মানুষকে আল্লাহর দানকৃত উত্তম জিনিস হল উত্তম আখলাক
১০৪. মুযায়না গোত্রের এক ব্যক্তি থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কিরাম (রা) বললেন, হে আল্লাহর রাসূল! মানুষকে যা দান করা হয়েছে তার মধ্যে উত্তম জিনিস কোনটি? আল্লাহর রাসুল বললেনঃ উত্তম আখলাক। (বায়হাকী: শুয়াবুল ঈমান, বাগাবী: শরহুস সুন্নাহ।)
کتاب الاخلاق
عَنْ رَجُلٍ مِنْ مُزَيْنَةَ قَالَ قَالُوْا يَارَسُوْلَ اللهِ مَا خَيْرُ مَا اُعْطِىَ الْاِنْسَانُ؟ قَالَ : " الْخُلُقُ الْحَسَنُ " (رواه البيهقى فى شعب الايمان والبغوى فى شرح السنة عن اسامة بن شريك)
হাদীসের ব্যাখ্যা:
উত্তম আখলাক বা চরিত্র ও আচার-আচরণ মানুষের শ্রেষ্ঠ সম্পদ। টাকা-পয়সা, ধন-দৌলত বা প্রভাব-প্রতিপত্তির দ্বারা উত্তম আখলাকের মুকাবিলা করা যায় না। আখলাকের দ্বারা মানুষ আল্লাহ ও তাঁর বান্দাদের নৈকট্য লাভে সক্ষম হয়। আল্লাহ উত্তম আখলাকের অধিকারীকে মহব্বত করেন। আল্লাহর বান্দাগণও উত্তম আচরণের অধিকারীদের সম্মান ও মহব্বত করেন। তাই নবী করীম ﷺ উত্তম আখলাককে আল্লাহর শ্রেষ্ঠ দান হিসাবে আখ্যায়িত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)