মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১০৩
আখলাক অধ্যায়
মীযানে সবচেয়ে ভারী বস্তু হবে উত্তম আখলাক
১০৩. হযরত আবুদ্দারদা (রা) থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন: কিয়ামতের দিন মু'মিন ব্যক্তির মীযানে (পাল্লায়) সবচেয়ে ভারী যে বস্তু রাখা হবে তা হল উত্তম আখলাক। (আবু দাউদ ও তিরমিযী)
کتاب الاخلاق
عَنْ أَبِي الدَّرْدَاءِ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : « أَثْقَلُ شَيْءٍ فِي الْمِيزَانِ يَوْمَ الْقِيَامَةِ خُلُقٌ حَسَنٌ » (رواه ابو داؤد والترمذى)
হাদীসের ব্যাখ্যা:
কিয়ামতের দিন মু'মিন ব্যক্তির আমলনামায় সবচেয়ে ভারী জিনিস হবে তার সুন্দর আখলাক। আখলাকের পার্থক্যের কারণে আখিরাতের যিন্দেগীতে মু'মিনদের মধ্যে মর্যাদার পার্থক্য হবে। কিয়ামতের দিন এমন লোককেও আল্লাহর সামনে হাযির করা হবে যার আমলনামার মধ্যে নামায, রোযা, যাকাত প্রভৃতি নেক আমল থাকবে কিন্তু বিভিন্ন ব্যক্তি তার মন্দ আচরণের জন্য আল্লাহর কাছে নালিশ করবে। আল্লাহ নালিশকারীদের মধ্যে তার নেক আমল বিতরণ করে দিবেন। মন্দ আমল তার নেক আমলের তুলনায় ভারী হবে। তাই আল্লাহ তা'আলা অভিযোগ-কারীদের গুনাহ তার ওপর চাপিয়ে দিবেন। মনে রাখতে হবে মন্দ আমল, অসংযত কথাবার্তা ও ব্যবহার সৎকর্মকে ধ্বংস করে দেয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)