মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৯৬
রিকাক অধ্যায়
নবী করীম ﷺ-এর প্রতি আল্লাহর নয়টি নির্দেশ
৯৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল ﷺ বলেছেন: আমার রব্ব আমাকে নয়টি আদেশ করেছেন। প্রকাশ্য ও গোপনে আল্লাহকে ভয় করা; ক্রোধ ও সন্তুষ্টিতে ইনসাফের কথা বলা, দারিদ্র্য ও প্রাচুর্যে মধ্যম পন্থা অবলম্বন করা; যে (আত্মীয়) আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক কায়েম করা; আমাকে যে বঞ্চিত করে তাকে দান করা; যে আমাকে যুলম করে তাকে মাফ করা; আমার নীরবতা হবে চিন্তা-ভাবনা; আমার কথাবার্তা হবে (আল্লাহর) যিকির এবং আমার দৃষ্টি হবে শিক্ষা গ্রহণমূলক; আর মানুষকে মারূফ বা ভাল কথা বলার হুকুম করতে আমাকে আদেশ করা হয়েছে। (রযীন)
کتاب الرقاق
عَنْ اَبِىْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَمَرَنِىْ رَبِّىْ بِتِسْعٍ خَشْيَةِ اللهِ فِي السِّرِ وَالْإِعْلَانِيَةِ ، وَكَلِمَةَ الْعَدْلِ فِي الْغَضَبِ وَالرِّضَا ، وَالْقَصْدَ فِي الْفَقْرِ وَالْغِنَى ، وَأَنْ أَصِلَ مَنْ قَطَعَنِىْ ، وَأُعْطِىَ مَنْ حَرَمَنِىْ ، وَاَعْفُوَ عَمَّنْ ظَلَمَنِىْ وَاَنْ يَّكُوْنَ صَمْتِى فِكْرًا وَنُطْقِىْ ذِكْرًا وَنَظْرِىْ عِبْرَةً وَآمُرَ بِالْعُرْفِ وَقِيْلَ بِالْمَعْرُوْفِ . (رواه زرين)
হাদীসের ব্যাখ্যা:
এ বিষয়বস্তুর আরো কিছু হাদীস শব্দের সামান্য পার্থক্যের সাথে হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আনাস ও হযরত আয়েশা রাযি. থেকেও বর্ণিত রয়েছে। এসব বর্ণনা দ্বারা এ কথা স্পষ্ট হয়ে যায় যে, এ নিষেধাজ্ঞার উদ্দেশ্য এটাই ছিল যে, আল্লাহর বান্দারা যেন কষ্টে পড়ে না যায় এবং তাদের স্বাস্থ্যের ক্ষতি না হয়; বরং হযরত আয়েশা রাযি.-এর বর্ণনায় তো এ বিষয়টি আরো বেশী স্পষ্টরূপে উল্লেখিত হয়েছে। এর শব্দমালা এরূপ :
«نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال رحمة لهم»
অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ) লোকদের প্রতি দয়া প্রদর্শন করতে গিয়ে তাদেরকে সাওমে বেছাল থেকে নিষেধ করেছেন। -বুখারী, মুসলিম
আর সামনে হযরত আবু সাঈদ খুদরী রাযি.-এর হাদীস দ্বারা জানা যাবে যে, রাসূলুল্লাহ (ﷺ) সাওমে বেছালে উৎসাহী লোকদেরকে সাহরী পর্যন্ত বেছাল করার অনুমতিও দিয়েছিলেন।
«نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال رحمة لهم»
অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ) লোকদের প্রতি দয়া প্রদর্শন করতে গিয়ে তাদেরকে সাওমে বেছাল থেকে নিষেধ করেছেন। -বুখারী, মুসলিম
আর সামনে হযরত আবু সাঈদ খুদরী রাযি.-এর হাদীস দ্বারা জানা যাবে যে, রাসূলুল্লাহ (ﷺ) সাওমে বেছালে উৎসাহী লোকদেরকে সাহরী পর্যন্ত বেছাল করার অনুমতিও দিয়েছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)