মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ৯৬
রিকাক অধ্যায়
নবী করীম ﷺ-এর প্রতি আল্লাহর নয়টি নির্দেশ
৯৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল ﷺ বলেছেন: আমার রব্ব আমাকে নয়টি আদেশ করেছেন। প্রকাশ্য ও গোপনে আল্লাহকে ভয় করা; ক্রোধ ও সন্তুষ্টিতে ইনসাফের কথা বলা, দারিদ্র্য ও প্রাচুর্যে মধ্যম পন্থা অবলম্বন করা; যে (আত্মীয়) আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক কায়েম করা; আমাকে যে বঞ্চিত করে তাকে দান করা; যে আমাকে যুলম করে তাকে মাফ করা; আমার নীরবতা হবে চিন্তা-ভাবনা; আমার কথাবার্তা হবে (আল্লাহর) যিকির এবং আমার দৃষ্টি হবে শিক্ষা গ্রহণমূলক; আর মানুষকে মারূফ বা ভাল কথা বলার হুকুম করতে আমাকে আদেশ করা হয়েছে। (রযীন)
کتاب الرقاق
عَنْ اَبِىْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَمَرَنِىْ رَبِّىْ بِتِسْعٍ خَشْيَةِ اللهِ فِي السِّرِ وَالْإِعْلَانِيَةِ ، وَكَلِمَةَ الْعَدْلِ فِي الْغَضَبِ وَالرِّضَا ، وَالْقَصْدَ فِي الْفَقْرِ وَالْغِنَى ، وَأَنْ أَصِلَ مَنْ قَطَعَنِىْ ، وَأُعْطِىَ مَنْ حَرَمَنِىْ ، وَاَعْفُوَ عَمَّنْ ظَلَمَنِىْ وَاَنْ يَّكُوْنَ صَمْتِى فِكْرًا وَنُطْقِىْ ذِكْرًا وَنَظْرِىْ عِبْرَةً وَآمُرَ بِالْعُرْفِ وَقِيْلَ بِالْمَعْرُوْفِ . (رواه زرين)

হাদীসের ব্যাখ্যা:

এ বিষয়বস্তুর আরো কিছু হাদীস শব্দের সামান্য পার্থক্যের সাথে হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আনাস ও হযরত আয়েশা রাযি. থেকেও বর্ণিত রয়েছে। এসব বর্ণনা দ্বারা এ কথা স্পষ্ট হয়ে যায় যে, এ নিষেধাজ্ঞার উদ্দেশ্য এটাই ছিল যে, আল্লাহর বান্দারা যেন কষ্টে পড়ে না যায় এবং তাদের স্বাস্থ্যের ক্ষতি না হয়; বরং হযরত আয়েশা রাযি.-এর বর্ণনায় তো এ বিষয়টি আরো বেশী স্পষ্টরূপে উল্লেখিত হয়েছে। এর শব্দমালা এরূপ :

«نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال رحمة لهم»

অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ) লোকদের প্রতি দয়া প্রদর্শন করতে গিয়ে তাদেরকে সাওমে বেছাল থেকে নিষেধ করেছেন। -বুখারী, মুসলিম

আর সামনে হযরত আবু সাঈদ খুদরী রাযি.-এর হাদীস দ্বারা জানা যাবে যে, রাসূলুল্লাহ (ﷺ) সাওমে বেছালে উৎসাহী লোকদেরকে সাহরী পর্যন্ত বেছাল করার অনুমতিও দিয়েছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান