মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৮২
রিকাক অধ্যায়
সর্বশ্রেষ্ঠ ও সর্বনিকৃষ্ট ব্যক্তির পরিচয়
৮২. আবু বাকরা (র) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! শ্রেষ্ঠ ব্যক্তি কে? তিনি বললেন: যার জীবন দীর্ঘ এবং আমল সুন্দর। সে জিজ্ঞেস করল, নিকৃষ্ট মানুষ কে? তিনি বললেন: যার জীবন দীর্ঘ এবং আমল মন্দ। (আহমদ)
کتاب الرقاق
عَنْ أَبِي بَكَرَةَ اَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللهِ ، أَيُّ النَّاسِ خَيْرٌ؟ قَالَ : " مَنْ طَالَ عُمْرُهُ ، وَحَسُنَ عَمَلُهُ " ، قَالَ : فَأَيُّ النَّاسِ شَرٌّ؟ قَالَ : " مَنْ طَالَ عُمْرُهُ ، وَسَاءَ عَمَلُهُ " (رواه احمد)
হাদীসের ব্যাখ্যা:
মানুষের জীবন এক ধরনের পুঁজি। বেশি বয়স বেশি পুঁজির সমতুল্য। যেরূপ ব্যবসায়ী বেশি পুঁজি ব্যবসা-বাণিজ্যে নিয়োগ করে বেশি মুনাফা করতে পারে, সেরূপ দীর্ঘ জীবনের পুঁজিকে সৎকর্মে নিয়োগ করে প্রচুর সওয়াব হাসিল করা যেতে পারে। অপরপক্ষে যেরূপ অপরিণামদর্শী ব্যবসায়ী বেশি পুঁজিকে লোকসানযোগ্য ব্যবসায় নিয়োগ করলে ভারী লোকসানের সম্মুখীন হবে, অনুরূপ দীর্ঘ জীবনের পুঁজিকে অসৎকর্মে নিয়োগ করলে বান্দা অসংখ্য গুনাহ হাসিল করে, বিরাট লোকসানের সম্মুখীন হবে। সৎকর্মশীল দীর্ঘায়ুসম্পন্ন ব্যক্তির দুনিয়া ও আখিরাত সুন্দর ও সফল। আল্লাহ ও তাঁর বান্দাগণ তাকে মহব্বত করেন। অসৎকর্মশীল ব্যক্তির দুনিয়া ও আখিরাত অশান্তি, অসম্মান ও ব্যর্থতায় পরিপূর্ণ। আল্লাহ ও তাঁর বান্দাগণ তাকে ঘৃণা ও অসম্মান করেন। দীর্ঘায়ু হওয়ার কারণে কিয়ামতের দিন সৎকর্মশীল ব্যক্তি ডান হাতে দীর্ঘ আমলনামা লাভ করবেন এবং অসৎ ব্যক্তি দীর্ঘায়ু হওয়ার কারণে বাম হাতে সুদীর্ঘ আমলনামা লাভ করবে। তাই উত্তম আমলকারীর জন্য দীর্ঘায়ু উত্তম এবং মন্দ আমলকারীর জন্য দীর্ঘায়ু খুবই মন্দ ও ক্ষতিকর।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)