মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৭৭
রিকাক অধ্যায়
ধনী ও গরীব ব্যক্তি সম্পর্কে রাসূলের মন্তব্য: অসংখ্য ধনীর চেয়ে গরীব মুত্তাকী ব্যক্তি উত্তম
৭৭. হযরত সাহল ইবন সা'আদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসুল ﷺ-এর সম্মুখ দিয়ে গেল, আল্লাহর রাসূল তাঁর নিকটে উপবেশনকারী ব্যক্তিকে জিজ্ঞেস করলেন: এ ব্যক্তির ব্যাপারে তোমার অভিমত কি? তিনি জবাব দিলেন, এ ব্যক্তি আশরাফ বা অভিজাতদের একজন। আল্লাহর শপথ, সে যদি বিয়ের প্রস্তাব দেয় তার সাথে বিয়ে দেয়া হবে। কোন ব্যাপারে সে সুপারিশ করলে তা মেনে নেয়া হবে। বর্ণনাকারী বলেন, নবী ﷺ নীরবতা অবলম্বন করলেন। অতঃপর আর এক ব্যক্তি তাঁর নিকট দিয়ে গেল। আল্লাহর রাসূল ﷺ জিজ্ঞেস করলেন: এ ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? তিনি জবাব দিলেন, হে আল্লাহর রাসূল! তিনি একজন ফকির মুসলমান, তিনি যদি কোথাও বিয়ের প্রস্তাব করেন তার সাথে বিয়ে দেয়া হবে না, কোন সুপারিশ করলে তা কবুল করা হবে না, কোন কথা বললে তা কেউ শুনবে না। আল্লাহর রাসূল ﷺ বললেন: ঐ ধরনের দুনিয়াভরা লোকের চেয়ে এই এক ব্যক্তি উত্তম। (বুখারী ও মুসলিম)
کتاب الرقاق
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ، قَالَ : مَرَّ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ لرَجُلٍ عِنْدَهُ جَالِسٍ : « مَا رَأْيُكَ فِي هَذَا » فَقَالَ : رَجُلٌ مِنْ أَشْرَافِ النَّاسِ ، هَذَا وَاللَّهِ حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ ، وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ ، قَالَ : فَسَكَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ مَرَّ رَجُلٌ آخَرُ ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَا رَأْيُكَ فِي هَذَا » فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، هَذَا رَجُلٌ مِنْ فُقَرَاءِ المُسْلِمِينَ ، هَذَا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لاَ يُنْكَحَ ، وَإِنْ شَفَعَ أَنْ لاَ يُشَفَّعَ ، وَإِنْ قَالَ أَنْ لاَ يُسْمَعَ لِقَوْلِهِ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « هَذَا خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هَذَا » (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহ মানুষের ধন-দৌলত ও বংশ মর্যাদার দিকে লক্ষ্য করেন না, তিনি মানুষের বাহ্যিক সৌন্দর্যের কোন গুরুত্ব আরোপ করেন না। আল্লাহ মানুষের আদব-আখলাক ও চরিত্রের দিকে নজর দেন। যার আখলাক যত উন্নত, সে তত বেশি আল্লাহর নিকটবর্তী। ধন-দৌলতহীন আল্লাহ-ভীরু ব্যক্তি আল্লাহর কাছে মহান মর্যাদার অধিকারী। আল্লাহর রাসূলের দৃষ্টিতে সৎচরিত্রবান একজন আল্লাহ-ভীরু ব্যক্তি অসংখ্য মালদারের চেয়ে উত্তম। সম্পদ ও প্রাচুর্য সম্মানের মাপকাঠি হওয়া উচিত নয়। বরং আল্লাহ-ভীতি ও সচ্চরিত্র সম্মানের একমাত্র মাপকাঠি হওয়া উচিত। আল্লাহ-ভীরু নিঃস্ব হলেও তার সম্মান করতে হবে। এ ধরনের সম্মান প্রদর্শন করার মধ্যে আল্লাহ ও তাঁর রাসুলের সন্তুষ্টি রয়েছে। আলোচ্য হাদীসে বিত্তবান ও বিত্তহীন দুই ব্যক্তির দ্বারা নবী করীম ﷺ এ কথাই বুঝিয়ে দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)