মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ৬২
রিকাক অধ্যায়
খাদ্যের ব্যাপারে আল্লাহর নবীর দু'আ
৬২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ﷺ বলতেনঃ
اَللّٰهُمَّ اجْعَلْ رِزْقَ آلِ مُحَمَّدٍ قُوتًا، وَفِي رِوَايَةٍ كَفَافًا.
হে আল্লাহ! মুহাম্মদের পরিবার-পরিজনকে তুমি পরিমিত রিযক দান কর। অন্য রিওয়ায়াতে বলা হয়েছে, সামান্য। (বুখারী ও মুসলিম)
کتاب الرقاق
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، ان رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قال : « اللهُمَّ اجْعَلْ رِزْقَ آلِ مُحَمَّدٍ قُوتًا » ، وَفِي رِوَايَةِ كَفَافًا . (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর রাসূল ﷺ তাঁর পরিবার-পরিজনের জন্য পরিমিত রিযক চেয়েছেন। অর্থাৎ যে রিযকের দ্বারা কোন প্রকারে জীবন ধারণ করা যায় এবং অন্যের কাছে হাত পাততে না হয়। আর এমন রিযক যাতে কোন প্রকার উদ্বৃত্তও না থাকে। এ ধরনের জীবনকে কোন অবস্থাতেই খোশহাল যিন্দেগী বলা চলে না। কিন্তু আল্লাহর নবী ﷺ তাতে তৃপ্ত ও সন্তুষ্ট ছিলেন। আল্লাহ তাঁকে আখিরাতের জীবনে 'মাকামে মাহমুদ' দান করুন। আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান